ইশফাকসহ বিএনপির ৬ নেতাকর্মী ৫ দিনের রিমান্ডে, কারাগারে ৪৭
ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশফাক হোসেনসহ ছয় জনের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম রাত সাড়ে ৮টার সময় এই রিমান্ড মঞ্জুর করেন।
রাতে এই ছয় জনকে আদালতে হাজির করে পল্টন থানা পুলিশ।
বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে গত ২৮ অক্টোবর পল্টন থানার সামনে পুলিশকে মারধর, পুলিশের কাজে বাধা, আইন শৃঙ্খলার অবনতি ঘটানো, যানবাহন ভাঙচুর করার অভিযোগে তাদের নামে পল্টন থানা পুলিশ মামলা করে।
এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ছয় জনকে আদালতে হাজির করা হয়।
তদন্ত কর্মকর্তা রিমান্ড আবেদনে উল্লেখ করেন, ঘটনার প্রকৃত রহস্য ও পুলিশকে মারধরের সঙ্গে আর কারা জড়িত, সেই তথ্য উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন।
তিনি আদালতের কাছে প্রত্যেক আসামিকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
ইশফাকসহ এই ছয় আসামির রিমান্ড বাতিল করে জামিনের আবেদন করেন তাদের আইনজীবীরা।
আদালত জামিন আবেদন নামঞ্জুর করে প্রত্যেকের রিমান্ড মঞ্জুর করেন।
একই মামলায় আরও ৪৭ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। তাদের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়নি।
Comments