পুলিশ-বিএনপি সংঘর্ষ, কাকরাইলে বিজিবি মোতায়েন

রাজধানীর কাকরাইল এলাকায় বিএনপির নেতাকর্মী ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, দুপুর ২টার দিকে নাইটিংগেল মোড়ে বিজিবি সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।

তিনি আরও জানান, সাড়ে ১২টার দিকে এ সংঘর্ষ বাধে। বিএনপি নেতারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। আর পুলিশ বিএনপি নেতাদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে। সেই সময় বিএনপির নেতাকর্মীরা কাকরাইল মসজিদের সামনের পুলিশ বক্স ভাঙচুর করে।

ওই এলাকায় অন্তত ৪০টিরও বেশি গ্রেনেডের শব্দ পাওয়া গেছে। সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়লে বিএনপির নেতাকর্মীদের একটি অংশ পল্টনের দিকে, কিছু মৎস্য ভবনের দিকে চলে যায়। পরে পুলিশ উল্টো দিক থেকেও টিয়ারশেল ছুড়তে ছুড়তে এগোয়।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'কাকরাইল এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।'

Comments

The Daily Star  | English

Secretariat entry passes for all private individuals cancelled

Journalists' accreditation cards also cancelled until further notice

1h ago