সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা, বিতর্কে রণবীর-দীপিকা
বিয়ের পর প্রথমবারের মতো জুটি বেঁধে কোনো রিয়েলিটি শো-তে এলেন দীপিকা-রণবীর। সম্প্রতি 'কফি উইথ করণ' এর অষ্টম সিজনের প্রথম পর্বের অতিথি হয়ে এসেছেন এই জুটি।
সেখানে ৫ বছর পর বিয়ের ভিডিও প্রকাশ্যে আনেন তারা। সম্পর্ক নিয়ে নানা অজানা কথাও জানান তারা। তবে পর্বটি প্রচারের পর থেকেই তীব্র সমালোচনায় পড়েছেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন।
অনুশকাকে নিয়ে বেকায়দায় রণবীর
দীপিকার সঙ্গে প্রথম দেখার দিন সম্পর্কে রণবীর যা বলেছেন, ঠিক একই রকম কথাই তিনি 'কফি উইথ করণের' পুরোনো সিজনে অনুশকাকে নিয়ে বলেছিলেন।
দীপিকার সঙ্গে প্রথম দেখার দিন নিয়ে রণবীর সিং জানান, 'ককটেল' সিনেমায় দীপিকাকে দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি দীপিকা পাড়ুকোনের নাম সাজেস্ট করেছিলেন সঞ্জয় লীলা বানশালির ছবি 'গালিয়ো কী রাসলীলা রাম লীলা' সিনেমার জন্য। 'ককটেল' দেখেই তিনি দীপিকার নাম সাজেস্ট করেন।
প্রথম দেখার দিন নিয়ে রণবীর বলেন, 'আমি এমন একটা জায়গায় বসেছিলাম সেখানে একটা বড় কাঠের দরজা ছিল। আর যেহেতু বাড়িটা সমুদ্রের পাশেই, তাই প্রচুর বাতাস আসছিল। তখন তার মধ্যেই সাদা চুড়িদার পরা দেখতে পাই দীপিকাকে। ঠিক যেন দেবী।'
কয়েক বছর আগে প্রাক্তন অনুশকা শর্মাকে নিয়েও রণবীর ঠিক একই কথাই বলেছিলেন। 'ব্যান্ড বাজা বারাত' ছবির সাফল্যের পর 'কফি উইথ করণ' শো-তে অনুশকার সঙ্গে প্রথম দেখার বিষয়ে রণবীর বলেছিলেন, রাব নে বানা দি জোড়িতে তিনি অনুশকাকে দেখে মুগ্ধ হয়েছিলেন।
অনুশকার সঙ্গে প্রথম দেখার দিন সম্পর্কে রণবীর বলেন, 'বিশাল একটা দরজা খুলে অনুশকা ভেতরে ঢোকে। যেহেতু বড় দরজা তাই আমার মুখে বাতাসের ধাক্কা লাগে। আমি চোখ মেলে দেখি "গরজিয়াস" অনুশকা আসছেন।'
দুটো ক্লিপ জোড়া লাগিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন অনেকে। 'দুটো অভিজ্ঞতাই কি তবে এক ছিল রণবীরের? নাকি অনুশকাকে গুলিয়ে ফেলেছেন দীপিকার সঙ্গে?' এমন প্রশ্নে সয়লাব ফেসবুক ও এক্স (টুইটার)।
'কমিটমেন্টে' ছিলেন না দীপিকা-রণবীর
রণবীরের সঙ্গে শুরুতে কমিটমেন্টে না থাকার কথা জানান দীপিকা পাডুকোন। দীপিকা বলেন, 'অনেকগুলো টক্সিক, ভুল সম্পর্কের পর আমি কিছুদিন একা থাকতে চেয়েছিলাম। আমি কারো সঙ্গে জড়াতে চাইনি। "কমিটেড" হতে চাইনি। আবার জীবনের পুরো মজা উপভোগ করতে চেয়েছিলাম কারণ সেটারই বয়স ছিল। তারপরই ওর সঙ্গে আলাপ হয়। কিন্তু আমরা কমিটেড ছিলাম না। মানে ও বিয়ের প্রস্তাব দেওয়ার আগ পর্যন্ত আমরা কমিটেড ছিলাম না।'
'আমরা দুজনই অন্য অনেকের সঙ্গে দেখা করেছি, ঘুরেছি। কিন্তু আবার একে অন্যের কাছে ফিরে আসতাম। অন্য কারো সঙ্গে দেখা করে, কথা বলে সেই মানসিক শান্তি পেতাম না যা ওর থেকে পেতাম। যতই অন্য কারো সঙ্গে দেখা করি বা কথা বলি না কেন আমি শুরু থেকে মানসিকভাবে ওর প্রতিই কমিটেড ছিলাম।'
দীপিকা পাডুকোনের এমন মন্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে বিরক্তি জানিয়েছেন, অনেকে হাসাহাসি করেছেন। অনেকে আবার এটিকে ইতিবাচক হিসেবেও দেখছেন।
তবে এসব মন্তব্য নিয়ে সমালোচনা চললেও ৫ বছর পর বিয়ের ভিডিও প্রকাশের পর প্রশংসায় ভাসছেন রণবীর-দীপিকা। রণবীর জানান, মালদ্বীপে বেড়াতে গিয়ে তিনি দীপিকাকে বিয়ের প্রস্তাব দেন। কিন্তু প্রাথমিকভাবে দীপিকার মা সেটি মেনে নেননি। এক বছর সময় লেগেছিল তার মন জেতার জন্য। এরপর ২০১৮ সালে ইতালির লেক কেমোতে বিয়ে করেন রণবীর-দীপিকা।
ডিপ্রেশন নিয়েও দীপিকার আলোচনাও ভক্তদের মন জিতেছে। ২০১৪ সাল থেকে ডিপ্রেশনে ভোগার কথা জানান দীপিকা। সেসময়ে ধৈর্য ধরে তার পাশে ছিলেন রণবীর, তাকে সাহস জুগিয়েছেন। দীপিকা বলেন, 'তখন ও ডিপ্রেশনের বিষয়টি তেমন বুঝতে পারতো না। কিন্তু ও ধৈর্য ধরেছে, বোঝার চেষ্টা করেছে।'
Comments