আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩

এত ছক্কার মার বাংলাদেশের উপর পড়েছে কখনো?

প্রোটিয়াদের ইনিংসে মোট ১৯টি ছক্কার মার দেখেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেসব হজম করতে করতে হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে, এত বেশি ছক্কার মার কি বাংলাদেশের উপর আর কখনো পড়েছে?

এত ছক্কার মার বাংলাদেশের উপর পড়েছে কখনো?

heinrich klaasen

ছক্কা, ছক্কা, ছক্কা! দক্ষিণ আফ্রিকার ব্যাটে মঙ্গলবার যেন মুম্বাইয়ে ছক্কা বৃষ্টি হয়েছে। প্রোটিয়াদের ইনিংসে মোট ১৯টি ছক্কার মার দেখেছে ওয়াংখেড়ে স্টেডিয়াম। সেসব হজম করতে করতে হয়তো আপনার মনে প্রশ্ন জেগেছে, এত বেশি ছক্কার মার কি বাংলাদেশের উপর আর কখনো পড়েছে?

ওয়ানডে ক্রিকেটে এত বেশি ছক্কা বাংলাদেশকে এর আগেও মেরেছে প্রতিপক্ষ। তবে  বিশ্বকাপে এত ছক্কার মার পড়েনি কখনোই। বিশ্বকাপে এই ম্যাচের আগে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড ছিল ইংল্যান্ডের। সেটি এদিনের চেয়ে অবশ্য পাঁচটি কম। ২০১৯ বিশ্বকাপে কার্ডিফে বাংলাদেশের বিপক্ষে ৩৮৬ রানের সংগ্রহ গড়ার পথে ইংলিশরা ছক্কা মেরেছিল ১৪টি।

বিশ্বকাপে আরও দুটি ম্যাচে বাংলাদেশের পিঠে দশটির বেশি ছক্কার মার পড়েছে। ২০০৭ সালে লঙ্কানরা মেরেছিল ১২টি ছক্কা। আর ২০১৯ বিশ্বকাপে টন্টনে ওয়েস্ট ইন্ডিজ টাইগারদের কাছে হেরে যায় ৩২১ রানের পুঁজি নিয়ে। ওই ইনিংসে ক্যারিবিয়ানরা মেরেছিল ১১টি ছক্কা।

ওয়ানডেতে বাংলাদেশকে এক ম্যাচে সবচেয়ে বেশি ছক্কা খাওয়ার তেতো স্বাদ দিয়েছিল ওই ক্যারিবিয়ানরাই। ২০১৪ সালে ৩৩৮ রানের সংগ্রহ গড়তে গিয়ে ১৯টি ছক্কা মেরেছিল ওয়েস্ট ইন্ডিজ।

দক্ষিণ আফ্রিকাও গড়েছে ছক্কার নতুন রেকর্ড। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ ছক্কা তারা মেরেছে এদিন। কুইন্টন ডি কক সাতটি, হেইনরিখ ক্লাসেন আটটি ও ডেভিড মিলার চারটি হাঁকিয়েছেন। এর আগে বিশ্বকাপের মঞ্চে এক ম্যাচে সর্বোচ্চ ১৮ ছক্কা মেরেছিল প্রোটিয়ারা। ২০০৭ বিশ্বকাপে নেদারল্যান্ডসের উপর সেদিন ছক্কা বৃষ্টি ঝরে পড়েছিল প্রোটিয়াদের ব্যাট থেকে। বিশ্বকাপে আর কোনো ম্যাচে ১৫টির বেশি ছক্কা মারতে পারেনি দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মারা ১৯টি ছয় প্রোটিয়াদের এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ২০টি ছক্কা দক্ষিণ আফ্রিকানরা মেরেছিল অবশ্য দুটি ম্যাচে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে এই ওয়াংখেড়েতেই, অপর ম্যাচটি ছিল ২০২৩ সালে সেঞ্চুরিয়নে অস্ট্রেলিয়ার বিপক্ষে।

শুধু কী দক্ষিণ আফ্রিকা নিজেদের মারার রেকর্ড গড়ল, আর বাংলাদেশে নিজেদের ছক্কা হজমের রেকর্ড! এই ১৯টি ছয় বিশ্বকাপে এক ম্যাচে যেকোনো দলের মারা দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা। সবচেয়ে বেশি ২৫টি ছক্কা মেরেছিল ইংল্যান্ড, ২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যানচেস্টারে।

দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি অবশ্য মেরেছে আরও দুটি দল। দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচের বাইরে একটি চলতি বিশ্বকাপেরই ম্যাচ ছিল। বেঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার হাতে ১৯টি ছক্কা খেয়েছিলেন পাকিস্তানি বোলাররা। আর ২০১৫ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ সমান ১৯টি ছক্কা মেরেছিল জিম্বাবুয়েকে।

Comments

The Daily Star  | English

Govt relieves Kuet VC, Pro-VC of duties to resolve crisis

A search committee will soon be formed to appoint new candidates to the two posts

1h ago