চট্টগ্রামে ফুটপাত থেকে নবজাতক উদ্ধার, আটক ২

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের বন্দর এলাকায় ফুটপাত থেকে এক দিন বয়সী এক নবজাতককে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে বন্দর এলাকার বন্দর অফিসার্স আবাসিক কলোনির সামনে থেকে ওই নবজাতকে উদ্ধার করে পুলিশের একটি টহল টিম।

পুলিশ বলছে, ভূমিষ্ঠ হওয়ার পর ওই মেয়ে নবজাতককে রাস্তায় ফেলে দেওয়া হয়৷ এই ঘটনায় নবজাতকটির মাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

বর্তমানে শিশুটিকে পুলিশের তত্ত্বাবধানে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজয় কুমার সিনহা জানিয়েছেন, শিশুটি সুস্থ আছে।

দ্য ডেইলি স্টারকে তিনি বলেন, 'আজ সকাল ৭টার দিকে বন্দর এলাকায় ডিউটি করার সময় স্থানীয় লোকজনের কাছ থেকে ফুটপাতে পড়ে থাকা ওই নবজাতককে উদ্ধার করে পুলিশ। নবজাতকটিকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে এসে ফুটপাতের ওপর ফেলে রাখা হয়েছিল৷ পরে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করা হয়।'

'পরে খোজ নিয়ে পুলিশ জানতে পারি শিশুটির মা ও মামা মিলে তাকে সেখানে ফেলে যায়। এই ঘটনায় ওই নারী ও তার ভাইকে জিজ্ঞাসাবাদ করতে নগরীর ইপিজেড এলাকা থেকে হেফাজতে নেয় পুলিশ। শিশুটির জন্মদানের পর ওই নারীটি অসুস্থ থাকায় তাকেও হাসপাতালে নেওয়া হয়', বলেন ওসি।

Comments

The Daily Star  | English

'It feels like a night that has lasted a thousand years'

Loved ones of victims wait anxiously outside burn institute after Milestone tragedy

1h ago