আজীবন সম্মাননায় ভূষিত সুজেয় শ্যাম

সুজেয় শ্যামের হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সঙ্গীশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। ছবি: সংগৃহীত

'সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড'-এ আজীবন সম্মাননায় ভূষিত হলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদক ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী সুজেয় শ্যাম।

শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এ অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সুজেয় শ্যামের হাতে সম্মাননা তুলে দেন চ্যানেল আই-এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, শাইখ সিরাজ, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাবেদ আখতার, সঙ্গীশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। 

এবারের আয়োজনে 'আজীবন সম্মাননা'সহ মোট ২২টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। 'সুস্থ সঙ্গীতের উৎকর্ষ সাধন'-এই লক্ষ্যকে সামনে রেখে দেশের সুস্থ ধারার সংগীতকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর 'চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস'।
 
অন্যান্য ক্যাটাগরির মধ্যে শ্রেষ্ঠ মিউজিক ভিডিওর জন্য পুরস্কার অর্জন করেন- তানিম রহমান অংশু ও আনিকা, ইয়ামিন ইলান এবং অনিমা রায়।

বিষয়ভিত্তিক গানে ভালোবাসা দিবসের গান 'বাজছে প্রেম আবার' গানটির জন্য পুরস্কার পেয়েছেন শ্রভ্র দেব। জুরি ও আয়োজকদের বিবেচনায় আধুনিক গানে শ্রেষ্ঠ গীতিকার হয়েছেন মাহমুদ মুরাদ এবং শ্রেষ্ঠ অডিও কোম্পানি হয়েছে সাউন্ডটেক।

শ্রেষ্ঠ ব্যান্ড হিসেবে অ্যাওয়ার্ড পেয়েছে 'চিরকুট'। হে সাউন্ড ইঞ্জিনিয়ার হিসেবে সৈয়দ আরিফ আল হক চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড লাভ করেছেন এবং 'অভিমানী ছাতা' গানের জন্য শ্রেষ্ঠ নবাগত শিল্পী হয়েছেন হুমাইরা ঈশিকা। এছাড়া সিনেমার গানে সেরা শিল্পী ইমন চৌধুরী, আতিয়া আনিসা (পাপ পূণ্য)। যৌথভাবে পুরস্কার পেয়েছেন চন্দন সিনহা।

'পায়ের ছাপ' সিনেমা জন্য সেরা ছায়াছবির সুরকার নির্বাচিত হয়েছেন ফুয়াদ নাসের বাবু। সেরা গীতিকার রাসেল মাহমুদ।

এ ছাড়া লোকগানে ঐশী, দ্বৈত ও আধুনিক গানে আসিফ-লোপা, নজরুল সংগীতে খায়রুল আলম শাকিল, উচ্চাঙ্গ সংগীতে কণ্ঠে সুপ্রিয়া দাস এবং যন্ত্রে সোহিনী মজুমদার ও সুব্রত বিশ্বাস। রবীন্দ্র সংগীতে বুলবুল ইসলাম, শ্রেষ্ঠ শিল্পী আধুনিক গানের শিল্পী হিসেবে রুনা লায়লাকে প্রদান করা হয়েছে এবারের মিউজিক অ্যাওয়ার্ড। আধুনিক গানের শ্রেষ্ঠ সুরকার হিসেবে যৌথভাবে পুরস্কার পেয়েছেন তাপস ও ফাহমিদা নবী। জয় শাহরিয়ার পেয়েছেন আধুনিক গানের  গীতিকার হিসেবে। 
 

Comments

The Daily Star  | English

JnU protests called off

Students and teachers of Jagannath University called off their protest last night after receiving assurances from the government that their demands would be met.

5h ago