স্ত্রী মিতু হত্যা মামলায় বাবুল আক্তারের জামিন নামঞ্জুর

বাবুল আক্তার
বাবুল আক্তার। ছবি: সংগৃহীত

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তার জামিন আবেদন নাকচ করে দেন।

জামিন আবেদনটি যথাযথভাবে উপস্থাপন না করায় আদালত তা খারিজ করেন।

বাবুলের আইনজীবী মোহাম্মদ শিশির মনির দ্য ডেইলি স্টারকে বলেন, বাবুলের জামিনের জন্য সংশ্লিষ্ট বিচারিক আদালতে নতুন করে আবেদন করা হবে। নিম্ন আদালত বাবুলকে জামিন না দিলে তিনি হাইকোর্ট থেকে জামিন চাইবেন।

এর আগে গত বছরের ১২ মার্চ বাবুল আক্তারকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট।

২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড়ে ছেলেকে স্কুল বাসস্টপে নিয়ে যাওয়ার সময় ছুরিকাঘাতে ও গুলিবিদ্ধ হয়ে নিহত হন মিতু। এ ঘটনায় বাবুল বাদী হয়ে অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে পাঁচলাইশ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরে মামলাটি চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছ থেকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে যায়।

এ ঘটনায় ২০২১ সালের ১২ মে মিতুর বাবা বাবুলকে প্রধান আসামি করে আরও সাতজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মিতুর বাবার অভিযোগ, বিবাহবহির্ভূত সম্পর্কের জের ধরে স্ত্রীকে খুন করেছে বাবুল।

আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

Comments

The Daily Star  | English

5 dead bodies recovered from launch in Meghna

The incident had occurred on the Meghna river under Chandpur Sadar upazila in an area adjacent to Shariatpur

35m ago