গ্রামীণ আমেরিকার হিসপানিক হেরিটেজ মান্থ অনুষ্ঠানে জেনিফার লোপেজ

গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর বিশ্বখ্যাত সংগীত শিল্পী ও অভিনেত্রী জেনিফার লোপেজ নিউ ইয়র্কের ব্রংকসে অনুষ্ঠিত শহরটির হিসপানিক হেরিটেজ মান্থ উদযাপন অনুষ্ঠানে যোগ দেন।

গত ৬ অক্টোবর ব্রংকসে ল্যাটিনা নারী উদ্যোক্তাদের সঙ্গে হিস্পানিক হেরিটেজ মাস উদযাপন করেন তিনি।

সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০০৮ সালে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ আমেরিকা যুক্তরাষ্ট্রের দরিদ্র ও আর্থিক সেবা—বঞ্চিত কমিউনিটিগুলির নারীদেরকে ব্যবসায় পুঁজি, উদ্যোক্তা প্রশিক্ষণ ও অন্যান্য আর্থিক সেবা প্রদানের মাধ্যমে তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

প্রতিষ্ঠার পর গ্রামীণ আমেরিকা এ পর্যন্ত ১ লাখ ৭৯ হাজার কৃষ্ণবর্ণ নারীকে ৩৫০ কোটি মার্কিন ডলার ব্যবসায় পুঁজি সরবরাহ করেছে। অধ্যাপক ইউনূসের দূরদর্শী রূপকল্প এবং গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মিস অ্যান্ড্রিয়া জাংয়ের দক্ষ নেতৃত্বে প্রতিষ্ঠানটি মার্কিন যুক্তরাষ্ট্রের দরিদ্র ও পিছিয়ে পড়া কমিউনিটিগুলির আর্থ—সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।

সম্প্রতি নারী উদ্যোক্তাদেরকে মাত্র এক বছরে ১০০ কোটি ডলার ব্যবসায় পুঁজি সরবরাহের লক্ষ্যমাত্রা পূরণ করে গ্রামীণ আমেরিকা শুধু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে তাই নয়, প্রতিষ্ঠানটি এরই মধ্যে তার সাংগঠনিক শক্তি এবং নারীর ক্ষমতায়ন ও দরিদ্র বিমোচনে তার প্রতিশ্রুতিও প্রমাণ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জেনিফার লোপেজ ২০২২ সাল থেকে গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন এবং আর্থিক অন্তর্ভূক্তিতে ল্যাটিনা নারী উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছেন। গ্রামীণ আমেরিকার সাথে তার এই সহযোগিতা তার নিজের জনহিতকর প্রকল্প "লিমিটলেস ল্যাবস" এর সাথে সঙ্গতিপূর্ণ। লিমিটলেস ল্যাবস ব্রংকসসহ সুবিধাবঞ্চিত এলাকার মানুষের শিক্ষা ও আর্থ—সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে এবং সম্পদ সৃষ্টিতে তাদেরকে সহায়তা করতে কাজ করে যাচ্ছে। 

গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে জেনিফার লোপেজ যুক্তরাষ্ট্রের দরিদ্র এলাকাগুলিতে প্রতিষ্ঠানটির ৮০ হাজারের অধিক কৃষ্ণকায় নারী উদ্যোক্তার জন্য কাজ করছেন।

এ কাজে যুক্ত হওয়া বিষয়ে মিস লোপেজ বলেন, 'আমি সবসময়ই এরকম একটি কাজের সাথে যুক্ত হবার সুযোগ খুঁজছিলাম। আপনারা অন্যদের যেমনটি দিচ্ছেন আমাকেও এমনই একটি সুযোগ দিন এবং দেখুন আমি কী করতে পারি। আর এ—কারণেই গ্রামীণ আমেরিকার ন্যাশনাল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করার সুযোগ আমার উদ্দেশ্যের সাথে পুরোপুরি সঙ্গতিপূর্ণ। আমাকে এবং আমাদের সকলকে গ্রামীণ আমেরিকা একটি বিরাট ও চমৎকার সুযোগ এনে দিয়েছে।'

গত ৮ সেপ্টেম্বর তাঁর ব্রংকস সফরের সময় জেনিফার লোপেজ  ল্যাটিনা উদ্যোক্তা লিসেট মার্টিনেজের সাথে যোগাযোগ করেন যিনি এলাকায় "বেলা শিকে" নামে একটি বিউটি স্পা চালাচ্ছেন। মিস লিসেট নগণ্য বেতনে একটি বিউটি স্পা—তে চাকরি করতেন এবং পরবর্তীতে গ্রামীণ আমেরিকা থেকে পুঁজি নিয়ে নিজের বিউটি স্পা গড়ে তোলেন।

জেনিফার লোপেজ এছাড়াও গ্রামীণ আমেরিকার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মিস অ্যান্ড্রিয়া জাংয়ের সাথে বৈঠক করেন যেখানে তাঁরা ল্যাটিনা নারী উদ্যোক্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় ল্যাটিনা নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পায়। পরিসংখ্যান মতে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি ৪টি ক্ষুদ্র ব্যবসার একটির মালিক ল্যাটিনো হলেও সরকারি বাংক থেকে ঋণ পাবার ক্ষেত্রে ল্যাটিনোদেরকে বহু বাধা—বিপত্তির মুখোমুখি হতে হয়।

Comments

The Daily Star  | English

Bees & bucks: Beekeeping boosts rural incomes

From December to February, mustard fields across Bangladesh become buzzing ecosystems as bees, both wild and domesticated, diligently go from flower to flower in search of their most precious commodity: nectar.

14h ago