বিএনপি নেতা এ্যানি ৪ দিনের রিমান্ডে

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্যসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ৪ দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।

গত মে মাসে ঢাকা সিটি কলেজের সামনে পুলিশ সদস্যদের লাঞ্ছিত ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আজ বুধবার আদালতে হাজির করলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এ আদেশ দেন।

মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে ধানমন্ডিতে এ্যানির বাসার 'দরজা ভেঙে' ঢুকে পুলিশ তাকে আটক করে বলে জানা গেছে।

আজ আদালতে হাজির করা হলে এ্যানি নিজেকে নির্দোষ দাবি করে বলেন, পুলিশ কোনো নোটিশ ছাড়াই তার বাসার দরজা ভেঙে ঢুকে তাকে তুলে নিয়ে যায়। 

ধানমন্ডি থানায় নিয়ে তাকে মানসিক নির্যাতন করা হয়েছে বলেও দাবি করে তিনি। এ সময় তিনি কান্নাকাটি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। 

ধানমন্ডি থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা শহিদি হাসান আদালতের কাছে এ্যানির ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা বলেন, 'বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অন্যান্য আসামিদের সঙ্গে গত ২৩ মে পুলিশ সদস্যদের লাঞ্ছিত করেন এবং সরকার পতনের উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ ঘটান। ওই ঘটনার তথ্য সংগ্রহের জন্য তাকে রিমান্ডে নেওয়া দরকার।'

এ্যানির আইনজীবী তাহেরুল ইসলাম তাওহিদ আদালতকে বলেন, 'মিথ্যা হয়রানি করার জন্য এ্যানিকে এ মামলায় জড়ানো হয়েছে।'

উভয় পক্ষের বক্তব্য শুনে ম্যাজিস্ট্রেট আত্মপক্ষ সমর্থনের আবেদন প্রত্যাখ্যান করেন এবং ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য এ্যানির রিমান্ড মঞ্জুর করেন।

Comments

The Daily Star  | English

The elephant in the room no one is talking about

Reform of political parties is of urgent need

10h ago