সিডনির অপেরা হাউসে ইসরায়েলি পতাকা, ফিলিস্তিনিদের বিক্ষোভ

মিছিলে অংশ নেওয়া কয়েকশ আন্দোলনকারী ‘মুসলিমদের নিপীড়ন বন্ধ করুন’, ‘মুক্ত মুক্ত প্যালেস্টাইন মুক্ত’ স্লোগান দেন। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়াকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছে 'ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ'।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের হামলার প্রতিবাদ করার আহ্বান জানিয়েছে তারা।

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব এবং যুদ্ধ শুরুর প্রতিবাদে গতকাল সোমবার সিডনির টাউন হল থেকে অপেরা হাউস পর্যন্ত মিছিল করে ফিলিস্তিনি সমর্থকরা। তারা অপেরা হাউসে ইসরায়েলি পতাকা প্রতিফলিত করারও নিন্দা জানায়।

গত রাতে ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনে সিডনি অপেরা হাউস, সংসদ ভবন এবং মেলবোর্ন জুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ভবন রাতে ইসরায়েলি পতাকা প্রতিফলিত করতে নীল এবং সাদা হয়েছিল।

মিছিলে অংশ নেওয়া কয়েকশ আন্দোলনকারী 'মুসলিমদের নিপীড়ন বন্ধ করুন', 'মুক্ত মুক্ত প্যালেস্টাইন মুক্ত' স্লোগান দেন।

মিছিল শেষে সমাবেশে বক্তারা বলেন, 'আমরা ৭৫ বছর দখলের শিকার হয়েছি, আমাদের জীবন ও স্বাধীনতার অধিকারকে অস্বীকার করা হয়েছে। একটি ঔপনিবেশিক শাসনের ক্রমবর্ধমান দখলদারিত্বের অধীনে আমাদের ওপর সব ধরনের নৃশংসতা চালানো হয়েছে।'

তারা আরও বলেন, 'প্রতিরোধ মানে সহিংসতা নয়। ফিলিস্তিন দখল করা হলে প্রতিরোধ সমর্থনযোগ্য।'

সিডনির লাকেম্বাতেও একদল আন্দোলনকর্মী 'দখলই অপরাধ' এবং 'ফিলিস্তিন মুক্ত হবে' বলে স্লোগান দিয়েছে।

প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।

আকিদুল ইসলাম: অস্ট্রেলিয়া প্রবাসী লেখক, সাংবাদিক

Comments