প্যান ইন্ডিয়ান সিনেমায় প্রথম বাংলাদেশি নায়ক শাকিব খান
প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে যাচ্ছেন নায়ক শাকিব খান।
পরিচালক অনন্য মামুন পরিচালিত 'দরদ' সিনেমায় তাকে দেখা যাবে। গতকাল রোববার রাতে অফিসিয়ালি চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
শাকিবের গুলশানের অফিসে চুক্তির পর চূড়ান্ত চিত্রনাট্য হস্তান্তর করা হয়।
'দরদ' সিনেমায় শাকিব খান ছাড়া আছেন সোনাল চৌহান, পায়েল সরকার, রাজেশ শর্মা, মিশা সওদাগর, দেব চন্দ্রিমা, লুৎফর রহমান জর্জ, ইমতু, এলিনা শাম্মী প্রমুখ।
পরিচালক অনন্য মামুন বলেন, 'আগামী ২০ অক্টোবর থেকে ভারতের বানারসে "দরদ" সিনেমার শুটিংয়ে থাকবেন শাকিব খান। সিনেমার গল্প, গান থেকে শুরু করে সবকিছু যদি ভালো হলে যে কোনো সময়ে সিনেমা মুক্তি দেওয়া যায়।'
'যেহেতু এটি প্যান ইন্ডিয়ান ছবি তাই বলিউড, তামিল, তেলেগুতে একযোগে মুক্তি দেওয়া হবে,' বলেন তিনি।
অনন্য মামুন আরও বলেন, 'মুম্বাইয়ের প্রযোজক এবং পরিবেশকরা শাকিব খান সম্পর্কে জানেন। তাকে যে লুকে দেখা যাবে, বর্তমানে সেই লুক সেটের জন্য এখন প্রস্তুতি নিচ্ছেন তিনি।'
'দরদ' সিনেমার সহ-প্রযোজনায় থাকছে ভারতের প্রযোজনা সংস্থা এস কে মুভিজ ও মুম্বাইয়ের 'ওয়ান ওয়ার্ল্ড মুভিজ'।
Comments