পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু: ২ এএসআই ক্লোজড

দুদক কর্মকর্তার মৃত্যু
দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপপরিচালকের মৃত্যুর জেরে দুই পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার 'প্রশাসনিক কারণ' দেখিয়ে চান্দগাঁও থানার দুই উপসহকারী পরিদর্শককে (এএসআই) পুলিশ লাইনে সংযুক্তের আদেশ দেয় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি-পিআর) স্পীনা রানী।

তিনি জানান, এএসআই মো. ইউসুফ আলী ও এএসআই মো. এটিএম সোহেল রানাকে এখন সিএমপির দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

আদালতের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে এএসআই ইউসুফ ও সোহেল মঙ্গলবার রাতে দুদকের সাবেক উপ-পরিচালক ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাকে (৬৮) গ্রেপ্তার করে থানায় নিয়ে যান। পরে সেখানে পুলিশ হেফাজতে তার মৃত্যু হয়

পরিবারের সদস্যদের অভিযোগ, শহীদুল্লাকে হৃদরোগের জন্য প্রয়োজনীয় ওষুধ দিতে দেয়নি পুলিশ। তাকে গ্রেপ্তারের পর পুলিশের অবহেলা ও নির্যাতনের কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে এই অভিযোগ অস্বীকার করে পুলিশ বলেছে, শহীদুল্লা অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যান কর্মকর্তারা।

এই ঘটনা তদন্তে গতকাল গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের নেতৃত্বে তিন সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

Comments

The Daily Star  | English

Why an independent BBS is essential for Bangladesh’s future

In an age where policy decisions must be data-driven and evidence-based, the integrity and independence of national statistics are paramount.

12h ago