চট্টগ্রামে পুলিশ হেফাজতে দুদকের সাবেক কর্মকর্তার মৃত্যু

দুদক কর্মকর্তার মৃত্যু
দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লা। ছবি: সংগৃহীত

চট্টগ্রামে গ্রেপ্তারের পর পুলিশের হেফাজতে এক সাবেক দুদক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার রাতে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে দুদকের সাবেক উপপরিচালক মো. শহিদুল্লাকে গ্রেপ্তার করে চান্দগাঁও পুলিশ।

তিনি বহদ্দারহাট এক কিলোমিটার এলাকার বাসিন্দা। তাকে ওমর আলী মাতব্বর রোড থেকে গ্রেপ্তার করা হয়।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, 'তিনি আদালতে দায়ের করা একটি মামলার আসামি ছিলেন এবং ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। রাতে ২ জন অফিসার শহিদুল্লাকে তার বাড়ির কাছে আটক করে থানায় নিয়ে যান। থানায় আসার পর তিনি বুকে ব্যথার কথা বলেন। পুলিশ তার পরিবারের সদস্যদের খবর দেয় এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স কল করে।'

ওসি বলেন, 'প্রথমে তাকে পার্ক ভিউ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপর চমেকে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।'

'অ্যাম্বুলেন্স দেরি হওয়ায় আমার ফোর্স ও শহিদুল্লার ভাই তাকে একটি সিএনজি অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে যায়। রাত ১১টা ১৫ মিনিটে তার মৃত্যু হয়,' বলেন তিনি।

পরিবারের সদস্যরা জানান, ৭-৮ বছর আগে শহিদুল্লার বাইপাস সার্জারি হয়েছিল।

শহিদুল্লার আত্মীয় সালাউদ্দিন শিমুল দ্য ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ গ্রেপ্তারের আগে আমাদের কাছে এ ধরনের কোনো ওয়ারেন্ট বা অভিযোগের কোনো খবর ছিল না। সিভিল ড্রেসের পুলিশ তাকে তুলে নিয়ে যায় এবং আটকের সময় হাতাহাতি হয়।'

'তিনি একজন হার্টের রোগী ছিলেন এবং তার বাইপাস সার্জারি করা হয়েছিল। আমরা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সঠিক তদন্ত দাবি করছি,' বলেন তিনি।

দুদকের সাবেক কর্মকর্তা মো. শহিদুল্লার মরদেহ সিএমএইচ মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেটের পরিদর্শন শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Comments

The Daily Star  | English

Injured uprising protesters block Mirpur Road

Injured protesters from last year's mass uprising blocked Mirpur Road demanding medical treatment and rehabilitation

27m ago