সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতিতে আহত ৬ অভিনয়শিল্পী হাসপাতালে

মারধরে আহত অভিনয়শিল্পী শিশির সরদার (বামে), চিত্রনায়িকা রাজ রিপা (ডানে)। ছবি: সংগৃহীত

শোবিজ তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে হাতাহাতি ও মারামারির ঘটনায় ৬ জন শিল্পী আহত হয়েছেন।

গতকাল শুক্রবার রাতে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে ২ দলের খেলোয়াড়দের মধ্যে এই ঘটনা ঘটে। আহত হওয়া শিল্পীদের রাজধানীর জাতীয় অর্থোপেডিক্স হসপিটালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন অভিনয়শিল্পী রাজ রিপা, শিশির সরদার, জয় চৌধুরী, আতিকুর রহমান, শেখ শুভ ও আশিক জাহিদ।

গতকাল দ্বিতীয় দিনের গ্রুপ পর্বে দীপঙ্কর দীপন ও পরিচালক মোস্তফা কামাল রাজের দলের খেলা চলাকালীন মাঠে ২ দলের খেলোয়াড়দের মাঝে উত্তেজনা ছাড়িয়ে পড়ে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার খেলা শুরু হয়।

তবে ম্যাচ শেষের দিকে রাত সাড়ে ১১টার পর আবার উত্তেজনা ছড়ায়। এক পর্যায়ে তা মারামারিতে রূপ নেয়।

চিত্রনায়িকা রাজ রিপা অভিযোগ করেন, তার গায়ে হাত তোলা হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান তিনি।

একই টিমের জয় চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, 'পরিচালক মোস্তফা কামাল রাজের টিমের কয়েকজন অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। আয়োজকরা ম্যাচ পাতানো খেলা খেলেছে।'

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে উৎসাহ দিতে ৩ দিনব্যাপী সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল) আয়োজন করা হয়েছে। এতে মোট ১৬টি দল অংশ নিয়েছে।

আজ টুর্নামেন্টের ফাইনালের হওয়ার কথা রয়েছে।

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

1h ago