বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে চলছে আ. লীগের শান্তি সমাবেশ

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে ক্ষমতাসীন আওয়ামী লীগের 'শান্তি সমাবেশ' শুরু হয়েছে। আজ বিকেল ৩টা ৪০ মিনিটে সমাবেশ আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

এর আগে দুপুর ২টা থেকেই রাজধানীসহ আশপাশের জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি বিএনপির আন্দোলনের পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর (দক্ষিণ ও উত্তর) আওয়ামী লীগ এই সমাবেশ আয়োজন করেছে।

এক দফা দাবিতে দেশের দক্ষিণাঞ্চলে বিএনপির রোডমার্চ হবে আজ শনিবার। বরিশাল থেকে পটুয়াখালী পর্যন্ত এই রোডমার্চ হবে। বরিশালের বঙ্গবন্ধু উদ্যান থেকে রোডমার্চ শুরু হবে। এরপর রূপাতলী হয়ে রোডমার্চটি ঝালকাঠি এলজিইডি মোড় হয়ে রাজাপুর, ভান্ডারিয়া হয়ে পিরোজপুরের শিয়ালকাঠি এলাকায় গিয়ে শেষ হবে। পথে বেশ কয়েকটি জায়গায় পথসভা হওয়ার কথা রয়েছে।

এক দফা দাবিতে পাঁচটি রোডমার্চসহ টানা ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত কর্মসূচি পালন করবে দলটি। এ সময় পাল্টা কর্মসূচি নিয়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন দলও।

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

3h ago