যে ৪ কারণে রাজকে ডিভোর্স দিলেন পরীমনি

শরীফুল রাজ ও পরীমনি। ছবি: শেখ মেহেদী মোরশেদ/স্টার

চিত্রনায়িকা পরীমনি শরীফুল রাজকে পাঠানো ডিভোর্স লেটার সই করেছেন ১৭ সেপ্টেম্বর মধ্যরাতে। এক আইনজীবীর মাধ্যমে ওই ডিভোর্স পেপারে সই করেছেন তিনি। 

রাজকে পাঠানো ডিভোর্স লেটারে পরীমনি যে ৪টা কারণ উল্লেখ করেছেন, সেই কারণগুলো হলো- মনের অমিল, বনিবনা না হাওয়া, খোঁজ-খবর না নেওয়া ও মানসিক অশান্তি।

'গুণিন' সিনেমার শুটিং করতে গিয়ে প্রেমের সম্পর্কে জড়ান তারা। ২০২১ সালের ১৭ অক্টোবর বিয়ে করেন দুজন। তবে ২০২২ সালের ২২ জানুয়ারি তাদের আবারও পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়। ২০২২ সালের ১০ আগস্ট তাদের ঘরে আসে ছেলে 'শাহীম মুহাম্মদ রাজ্য'।

 

Comments

The Daily Star  | English

The end of exemption?

TRIPS waiver end poses dual challenge: legal and technological

19h ago