বাংলাদেশের জিডিপি ৬.৫ শতাংশ হতে পারে: এডিবি

‘বাহ্যিক আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও সরকার তুলনামূলকভাবে ভালো করছে। কেননা, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে জরুরি সংস্কার করা হচ্ছে।’
এডিবি

বাংলাদেশের জিডিপি চলতি অর্থবছরে প্রত্যাশার তুলনায় সামান্য বেড়ে ছয় দশমিক পাঁচ শতাংশ হতে পারে বলে জানিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

আজ বুধবার এডিবির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুসারে, গত অর্থবছরের প্রবৃদ্ধি ছয় শতাংশের তুলনায় এবার তা সামান্য বাড়তে পারে।

এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনটিং বলেন, 'বাহ্যিক আর্থিক অনিশ্চয়তা সত্ত্বেও সরকার তুলনামূলকভাবে ভালো করছে। কেননা, অবকাঠামোগত উন্নয়ন ও বিনিয়োগ পরিবেশ উন্নতি করতে জরুরি সংস্কার করা হচ্ছে।'

Comments

The Daily Star  | English

Thousands suffer as flood persists in Sylhet; over 16,000 in shelters

While the flood situation in Sylhet had improved recently, incessant rain since Monday has caused flooding to recur, submerging the majority of the areas that had previously receded

32m ago