আর্ট ক্যাম্পে উঠে এল মেঘনা পাড়ের মানুষের জীবনের ছবি

ভোলায় মেঘনা পাড়ে 'জল ও জীবন' শীর্ষক দুই দিনব্যাপী আর্ট ক্যাম্প শেষ হয়েছে। ভোলার সদর উপজেলার শীবপুর এলাকার মেঘনার তীরে এই আয়োজন করেছিল 'উজান আর্ট স্পেস'। আর্ট ক্যাম্পে ১০ চিত্রশিল্পীর ছবি স্থান পায়।

আর্ট ক্যাম্পের উদ্যোক্তা মনিরউদ্দিন অনিক জানান, ভোলা দ্বীপ জেলা হওয়ায় এখানকার মানুষের জীবন পানির ওপর নির্ভরশীল। এখানে যেসব ছবি স্থান পেয়েছে তার প্রতিপাদ্য ছিল পানির সঙ্গে যুক্ত মানুষের জীবন।

শিল্পী অনিক জানান, পানির সঙ্গে যুক্ত মানুষের জীবনকে বৃহত্তর পর্যায়ে তুলে ধরতেই এই প্রয়াস নেওয়া হয়েছে। আয়োজকরা জানায়, অ্যাক্রেলিক ও প্লাস্টিক রঙে ফুটিয়ে তোলা হয়েছে জেলেদের জীবন, তাদের ব্যবহার্য নৌকা ও জাল। এ ছাড়াও ফুটিয়ে তোলা হয়েছে ভোলার মেঘনার পাড়ের নিসর্গ।

শিল্পী এস এম মিজানুর রহমান, আব্দুর রব খান, অসিম দাস, কাননে জান্নাত, প্রিতম চৌধুরী, রবি দেওয়ান, কুয়াশা বিন্দু, শাহেদ মোহাম্মদসহ ১০ জন শিল্পী আর্ট ক্যাম্পে অংশ নেন।

Comments