ডিবি অফিস থেকে বেরিয়ে হিরো আলম বললেন, আ. লীগ থেকে নির্বাচন করতে চাই

ডিবি কার্যালয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়েছেন হিরো আলম। ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই সুর পাল্টাচ্ছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন (হিরো আলম)। আজ বুধবার তিনি জানিয়েছেন, মনোনয়ন পেলে নির্বাচন করতে চান নৌকা প্রতীক নিয়ে।

আজ দুপুরে ডিবি প্রধান হারুন-অর-রশিদের কার্যালয় থেকে বের হয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে হিরো আলম বলেন, 'যদি প্রধানমন্ত্রী আমাকে নৌকা প্রতীক দেন, তাহলে সামনের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচন করবো।'

কয়েকজন সমর্থককে সঙ্গে নিয়ে আজ দুপুরে ডিবি অফিসে গিয়েছিলেন হিরো আলম। দুপুরের সেখানে খাবার খেয়েছেন তারা। তবে অন্য রাজনৈতিক নেতাদের মতো কদর পাননি বলে জানিয়েছেন কনটেন্ট ক্রিয়েটর।

তিনি বলেন, 'চার ধরনের মাছ, শাক, সবজি, ডাল ও কয়েক প্রকারের ভর্তা দিয়ে ভাত খেয়েছি।'

আওয়ামী লীগ থেকে নির্বাচন করতে চাওয়ার বিষয়ে তিনি বলেন, 'আমার স্বপ্ন আমি এমপি হবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মনে করেন, হিরো আলমকে নৌকা দেবেন, তাহলে অবশ্যই আমি আওয়ামী লীগ থেকে নির্বাচন করবো। বিএনপি থেকেও যদি বলে আমাকে ধানের শীষ দিবে, তাহলে ধানের শীষ নিয়ে নির্বাচন করবো।'

তিনি আরও বলেন, 'সবকিছু মিলে আমরা দেশের স্বাধীনতাকে ভালোবাসি, মুক্তিযুদ্ধকে ভালোবাসি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে দেশের জন্য ভালো কাজ করছেন। যেহেতু প্রধানমন্ত্রী ভালো কাজ করছেন, সেহেতু সবকিছু দেখে আমি নৌকা থেকে নির্বাচন করতে চাই।'

কিছুদিন আগে হিরো আলম বলেছিলেন, এই সরকারের অধীনে নির্বাচন করবেন না। এখন এই সরকার দলীয় প্রতীক নিয়ে নির্বাচন করার বিষয়ে জানতে চাইলে হিরো আলম দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি কিছুদিন আগে বলেছি, কোনো বড় দল থেকে নির্বাচন করবো। আর এই সরকারের অধীনে যদি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করে, তাহলে আমিও করবো। কারো সমস্যা না থাকলে আমারও থাকবে না।'

পুরোনো মামলার অগ্রগতি জানতে এবং সম্প্রতি করা একটি জিডির বিষয়ে কথা বলতে ডিবি অফিসে গিয়েছেন বলে জানান হিরো আলম।

তিনি বলেন, 'গত কয়েক মাস ধরে আমি নিরাপত্তা নিয়ে চিন্তিত আছি। কারণ, কিছুদিন আগে তিনটি মোটরসাইকেল নিয়ে আমার অফিসে গিয়ে আমাকে মারধরের হুমকি দেওয়া হয়েছে। গত ১১ সেপ্টেম্বর চাঁদা দাবি করে আমাকে কল করেছিল।'

তিনি আরও বলেন, 'আমার কাছে ৭ লাখ টাকা চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। ১১ সেপ্টেম্বর রাতে হাতিরঝিল থানায় এ বিষয়ে একটি সাধারণ ডায়রি করেছি।'

 

Comments

The Daily Star  | English

‘No room for politics under AL name, ideology’

Nahid Islam, adviser to the interim government, spoke with The Daily Star on the nation's key challenges and the way forward.

14h ago