কুয়াকাটা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১০ সাংবাদিক আহত

পটুয়াখালী সদর উপজেলার বল্লভপুর এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে। ছবি: স্টার

পটুয়াখালীতে যাত্রীবাহী বাস ও সিমেন্টবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ সাংবাদিক আহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে সদর উপজেলার বল্লভপুর এলাকায় পটুয়াখালী-কুয়াকাটা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, কুয়াকাটায় ৯-১০ সেপ্টেম্বর বরিশাল সাংবাদিক ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে আজ সোমবার সকালে কুয়াকাটা থেকে দুটি বাসে সাংবাদিকরা বরিশালের উদ্দেশে রওনা হন।

এর মধ্যে একটি বাস বল্লভপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে নিয়ন্ত্রণ হারায়। পরে সড়কের পাশে একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে।

এতে ওই বাসে থাকা অন্তত ১০ জন সাংবাদিক আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। 

এ দুর্ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি বলে জানান ওসি মো. জসিম।

Comments