‘বঙ্গবন্ধুকে কটূক্তি’

লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

লালমনিরহাটে বিএনপি নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ
বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু | ছবি: সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 'কটূক্তি' করায় লালমনিরহাটে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা অভিযোগ দায়ের হয়েছে।

আজ শনিবার সকালে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, লালমনিরহাট জেলা জজ আদালতের আইনজীবী ও লালমনিরহাট পৌর আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাকিবুল হাসান খান বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় অভিযোগ করেন। এতে লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুকে আসামি করা হয়েছে।

অভিযোগে বলা হয়, গত ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত কর্মী সভায় দেওয়া বক্তব্যে দুলু বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন।

রাকিবুল হাসান খান ডেইলি স্টারকে বলেন, 'বঙ্গকন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন বিএনপি নেতা দুলু। তার বক্তব্যের ভিডিও বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।'

ওমর ফারুক আরও বলেন, 'রোববার অভিযোগটি রংপুর তথ্য প্রযুক্তি আদালতে পাঠানো হবে। আদালত অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করলে পুলিশ আইনি ব্যবস্থা নেবে।'

এ ব্যাপারে জানতে আসাদুল হাবিব দুলুর মোবাইল ফোনে একাধিক বার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

1h ago