সরকারি চাকরি

২২ পদে ১৩৭৭ জনকে নিয়োগ দেবে খাদ্য অধিদপ্তর

খাদ্য অধিদপ্তর নিয়োগ

বাংলাদেশ খাদ্য অধিদপ্তর ২২ পদে ১ হাজার ৩৭৭ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 

আগ্রহী প্রার্থীদের ১২ সেপ্টেম্বর থেকে ১১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম ও পদসংখ্যা

  • উপ-খাদ্য পরিদর্শক ৩৫৬টি
  • সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ৩টি
  • সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১১টি
  • উচ্চমান সহকারী ৪টি
  • ল্যাবরেটরি টেকনিশিয়ান ৩টি
  • মেকানিক্যাল ফোরম্যান ৩টি
  • ইলেকট্রিক্যাল ফোরম্যান ২টি
  • সহকারী উপখাদ্য পরিদর্শক ২২২টি
  • অপারেটর ১৭টি
  • সহকারী ফোরম্যান ৩টি
  • মিলরাইট ৫টি
  • ইলেকট্রিশিয়ান ১০টি
  • অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৩৪৬টি
  • ডাটা এন্ট্রি ও কন্ট্রোল অপারেটর ৬৮টি
  • ল্যাবরেটরি সহকারী ২টি
  • সহকারী অপারেটর ৩৩টি
  • স্টিভেডর সরদার ৬টি
  • ভেহিক্যাল মেকানিক ৯টি
  • সহকারী মিলরাইট ৬টি
  • মিল অপারেটিভ ১১৭টি
  • সাইলো অপারেটিভ ১৪৪টি
  • স্প্রেম্যান ৭টি

আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ১২ সেপ্টেম্বর সকাল ১০টা।
আবেদনের পূরণ ও ফি জমাদানের শেষ তারিখ ও সময়: ১১ অক্টোবর বিকেল ৫টা। 

বয়সসীমা: প্রার্থীর বয়স ৩১ আগস্ট ২০২৩ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা www.dgfood.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপত্রে প্রার্থী তার রঙিন ছবি (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৩০০) পিক্সেল ও স্বাক্ষর (দৈর্ঘ্য ৩০০ × প্রস্থ ৮০) স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কিলোবাইট ও স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কিলোবাইট হতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রিপেইড নম্বর থেকে দুটি এমএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ক্রমিক ১-২১ নম্বর পদের জন্য ২২৩ টাকা, ২২নম্বর পদের জন্য ১১২ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে।

অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে- alljobs.query@teletalk.com.bd অথবা টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে যোগাযোগ করা যাবে। 

এ ছাড়া বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেইজে https://www.facebook.com/alljobsbdTeletalk প্রবেশ করে মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করা যাবে, অথবা alljobs.query@teletalk.com.bd এই ই-মেইলে যোগাযোগ করা যাবে।

গ্রন্থনা: আহমেদ হিমেল 

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago