নতুন প্রসিকিউটর নিয়োগ, ড. ইউনূসের মামলার শুনানিতে যাবেন না খুরশীদ আলম

আইনজীবী খুরশীদ আলম খান | ছবি: সংগৃহীত

শ্রম আইন লঙ্ঘনের অভিযোগের নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় ট্রাইব্যুনালে নতুন করে প্রসিকিউটর নিয়োগ দেওয়ায় শুনাতিতে যাবেন না বলে জানিয়েছেন আইনজীবী খুরশীদ আলম খান।

আজ সোমবার গণমাধ্যমকর্মীদের তিনি এ তথ্য জানিয়েছেন।

ড. ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলায় আইনজীবী খুরশীদ আলম খানের পাশাপাশি সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর সৈয়দ হায়দার আলীকে নিয়োগ দেওয়া হয়েছে।

খুরশীদ আলম খান বলেন, বিষয়টি গত রাতে আমাকে একজন জানিয়েছেন। আমি কলকারখানা প্রতিষ্ঠানকে (কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর) জানিয়েছি যে, আপানারা তো আমাকে নিয়োগ দিয়েছেন, আমি আপানাদের মামলা নিয়ে হাইকোর্ট, আপিল বিভাগ এবং শ্রম আদালতেও যাচ্ছি। এখন দেখছি নতুন একজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আমি বলেছি, আপানারা যে কোনো একজনকে দেন। একই মামলায় ২ জন আইনজীবী নিয়োগ দেওয়া সমীচীন মনে হচ্ছে না, জানান খুরশীদ আলম।

তিনি বলেন, তাদের বলে দিয়েছি, একজনকেই রাখেন না হলে আমার পক্ষে মামলা পরিচালনা করা সম্ভব না।

এই মামলা হাইকোর্টে এলে তখন আপনি শুনানি করবেন কি না জানতে চাইলে খুরশীদ আলম বলেন, সেটা তখন দেখা যাবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং সরকারের পক্ষ থেকে কোনো চাপ নেই বলেও এ সময় জানান তিনি।

এ ব্যাপারে সৈয়দ হায়দার আলী বলেন, এই মামলায় খুরশীদ আলম খান সাহেবও আছেন, আমাকেও নিয়োগ দেওয়া হয়েছে। তিনি একসঙ্গে কাজ করবেন না এমন কথা তো তিনি বলেননি।

Comments

The Daily Star  | English

Trump announces a US trade deal with Vietnam

US would set rates on many Vietnamese exports at 20%; US cars may get preferential access to Vietnam's market.

20m ago