‘গাদার ২’ অবসান ঘটাল শাহরুখ খান-সানি দেওলের ১৬ বছরের দ্বন্দ্ব

‘গাদার ২’ অবসান ঘটাল শাহরুখ খান-সানি দেওলের ১৬ বছরের দ্বন্দ্ব। ছবিতে আরও আছেন ববি দেওল ও আমির খান। ছবি: শাহরুখ খানের ফ্যান ক্লাবের এক্স দেওয়া পোস্ট
‘গাদার ২’ অবসান ঘটাল শাহরুখ খান-সানি দেওলের ১৬ বছরের দ্বন্দ্ব। ছবিতে আরও আছেন ববি দেওল ও আমির খান। ছবি: শাহরুখ খানের ফ্যান ক্লাবের এক্স দেওয়া পোস্ট

বলিউডে চলতি বছরের অন্যতম ব্যবসাসফল সিনেমা 'গাদার ২'। সানি দেওল অভিনীত এই সিনেমার সাকসেস পার্টিতে হাজির হন বলিউড বাদশা শাহরুখ খান।

ভারতীয় সংবাদমাধ্যম ফিল্মফেয়ার তাদের প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

অনেকের ধারণা ছিল শাহরুখ এবং সানি ১৯৯৩ সালে 'ডর' সিনেমায় একসঙ্গে অভিনয়ের পর তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল।

গাদার ২ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত
গাদার ২ ছবির পোস্টার। ছবি: সংগৃহীত

মনে করা হতো, এই সিনেমায় অভিনয়ের পর ২ জনের মধ্যে দীর্ঘ দ্বন্দ্ব তৈরি হয় এবং ১৬ বছর ধরে একে অপরের সঙ্গে তারা কথা বলেনি।

তবে এ সব কিছুই মিথ্যা প্রমাণ হল। এই ২ তারকা একই অনূষ্ঠানে উপস্থিত হলেন এবং হেসে কথাও বললেন, এক্সঙ্গে ছবিও তুললেন। যা ২ জনের ভক্তদের মনে উচ্ছাস এনেছে।

ছবির জন্য পোজ দিচ্ছেন শাহরুখ ও সানি দেওল। ছবি: এক্স
ছবির জন্য পোজ দিচ্ছেন শাহরুখ ও সানি দেওল। ছবি: এক্স

'গাদার ২' সিনেমার সাকসেস পার্টিতে শাহরুখ খান একটি ধূসর জ্যাকেট এবং কালো কার্গো প্যান্টের সঙ্গে নেভি ব্লু টি-শার্ট পরেছিলেন। সানিকে দেখা গেছে কালো টি-শার্ট, নীল ব্লেজার ও প্যান্টে।

এই পার্টিতে আরো উপস্থিত ছিলেন আমির খান, ববি দেওলসহ আরও অনেক নতুন-পুরনো বলিউড তারকা।

গাদার ২ সিনেমার ট্রেইলার

 

Comments