দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমানের স্ত্রীর জামিন নাকচ, কারাগারে

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন।
যুবলীগ নেতা জামাল উদ্দিন হত্যা

দুর্নীতি মামলায় বিএনপি নেতা আমান উল্লাহ আমানের স্ত্রী সাবেরা আমানের জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-১ এর বিচারক আবুল কাশেম এ আদেশ দেন।

এ বিষয়ে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত সময় পাওয়ার কথা থাকায় আমান আদালতে হাজির হননি।

এর আগে গত ৭ আগস্ট আমান ও তার স্ত্রী সাবেরার সাজা কমিয়ে পূর্ণাঙ্গ রায় দেন হাইকোর্ট।

পূর্ণাঙ্গ রায়ে অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে ওই দম্পতিকে আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়।

রায়ের অনুলিপি পাওয়ার পর, ২৭ আগস্ট ট্রায়াল কোর্ট দম্পতিকে ১৫ দিনের মধ্যে আত্মসমর্পণ করতে বলে।

চলতি বছরের ৩০ মে একই বেঞ্চ ২০০৭-২০০৮ সাল পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা দুর্নীতি মামলায় আমান ও তার স্ত্রী সাবেরাকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ড দেওয়া ট্রায়াল কোর্টের রায় বহাল রাখে।

একই আদালত ২০০৭ সালের ২১ জুন অবৈধভাবে সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে আমানকে ১৩ বছরের কারাদণ্ড দেন।

তার স্ত্রী সাবেরাকেও একই আদালত অপরাধে সহায়তা করার অভিযোগে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন।

ওই দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১০ সালের ১৬ আগস্ট হাইকোর্ট তাদের দুর্নীতির অভিযোগ থেকে খালাস দেন।

২০১৪ সালের ২৬ মে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে তাদের আপিলের ওপর নতুন করে শুনানির আদেশ দেন।

Comments

The Daily Star  | English

Gaza still bleeding

Death toll nears 42,000; rallies worldwide calls for ceasefire

2h ago