ঢাকা মেডিকেলের ওয়ার্ড থেকে নবজাতক ‘নিখোঁজ’
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে ৩ দিন বয়সী এক নবজাতক নিখোঁজ হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ১০৬ নম্বর ওয়ার্ড থেকে শিশুটি নিখোঁজ হয় বলে পরিবারের অভিযোগ। তাদের ধারণা, শিশুটিকে 'চুরি' করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক দ্য ডেইলি স্টারকে জানান, নবজাতক নিখোঁজের অভিযোগ তারা পেয়েছেন।
শিশুটির দাদি মাশুরা বেগম ডেইলি স্টারকে জানান, মঙ্গলবার রাজধানীর রূপনগর এলাকা থেকে শিশুটির মাকে হাসপাতালে আনা হয়। জন্মের পর শিশুটিকে প্রথমে ২১২ নম্বর ওয়ার্ডে রাখা হয় ও পরে ১০৬ নম্বর ওয়ার্ডে স্থানান্তর করা হয়।
তিনি বলেন, 'আজ দুপুরে বাচ্চাকে নিয়ে ছেলের বউ ঘুমিয়েছিলেন। হঠাৎ বুঝতে পারেন বাচ্চা নেই। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।'
শিশুটির বাবা হিরন মিয়া ডেইলি স্টারকে জানান, ঘটনার সময় তিনি হাসপাতালে ছিলেন না। ঘটনা জানার পর হাসপাতালে আসেন এবং জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল করে পুলিশকে জানান।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, 'পরিবারের সদস্যদের সহযোগিতায় এবং হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে শিশুটির নিখোঁজের বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। হাসপাতালের গেটে সবাইকে সতর্ক করে দেওয়া হয়েছে যেন কোনো শিশু বাইরে যেতে না পারে।'
তিনি বলেন, 'আমরা একটা ক্লু পেয়েছি। শিশুটির মা পাশের বেডের এক নারীকে সন্দেহ করছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।'
Comments