বাংলাদেশের মাঝে নব্বই দশকের ভারতের ছায়া দেখেন অশ্বিন

ravichandran ashwin

এবারের এশিয়া কাপে সাম্প্রতিক ছন্দের বিচারে ভারত-পাকিস্তান এগিয়ে থাকলেও অন্যদের সম্ভাবনাও কম দেখছেন না রবীচন্দ্রন অশ্বিন। তার মতে বাংলাদেশ, আফগানিস্তানও দিতে পারে কঠিন লড়াই। বদলে দিতে পারে সমীকরণ।

আজ থেকে মুলতানে পাকিস্তান-নেপাল ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় এই আসরে এবার ভারতের স্কোয়াডে জায়গা পাননি অশ্বিন।

অভিজ্ঞ অফ স্পিনার খেলা না থাকলে সব সময়ই ক্রিকেট বিশ্লেষণ করে থাকেন নিজের ইউটিউব চ্যানেলে। তামিল ভাষায় সেসব ভিডিওতে থাকে নানান ইন-সাইট।

এশিয়া কাপের দলগুলো নিয়েও প্রিভিউ করেছেন তিনি। তাতে বাংলাদেশ অংশে কথা বলতে গিয়ে তার মনে পড়ে গেছে ১৯৯০ সালের ভারতের কথা। যারা সব সময়ই সম্ভাবনা তৈরি করেও শেষ পর্যন্ত হতাশ হতো, 'বাংলাদেশ সব সময় দুর্দান্ত সম্ভাবনা নিয়ে আসে। তারা আমাকে ১৯৯০ সালের ভারতের কথা মনে করিয়ে দেয়। যে দলের অসাধারণ সম্ভাবনা, বিশাল আশা, দারুণ আগামী। কিন্তু বাংলাদেশের চেয়ে আফগানিস্তান দ্রুত এগিয়েছে । কোন এক কারণে সেরকম তারকা বোলার বা তারকা ব্যাটার তারা তৈরি করতে পারেনি। তবে তারকা অলরাউন্ডার আছে সাকিব আল হাসান। সে ব্যাটে-বলে এখনো অবদান রেখে চলেছে। অধিনায়ক হিসেবে সে ফিরল।'

'তবে একজন আছে যে ব্যাটে দারুণ কিছু করতে পারে। যার ক্লাস, দক্ষতা, নান্দনিকতা অসাধারণ। সে হচ্ছে লিটন দাস।'

লিটন যদিও জ্বরের কারণে ছিটকে গেছেন এশিয়া কাপ থেকে। অশ্বিন বিশেষভাবে উল্লেখ করেছেন তাওহিদ হৃদয়ের নাম,  'আমার মনে হয় আরেকজন উঠতি ব্যাটার আছে তাওহিদ হৃদয়। ৯ ম্যাচ খেলে তার ৫০ এর মতো গড় (৪৮.২৫)। এই এশিয়া কাপ হবে ওর জন্য বড় পরীক্ষা। এই এশিয়া কাপে সে যদি নিজেকে চেনাতে পারে তাহলে ব্যাটিংয়ে আগামী সুপারস্টার পেয়ে যাবে বাংলাদেশ।'  

'এছাড়া মেহেদী হাসান মিরাজ আছে, সে খুব ভালো বোলার। ব্যাটও করতে জানে। নাসুম আহমেদ বাঁহাতি স্পিনে ভূমিকা রাখতে পারে।'

বৃহস্পতিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

BNP proposes term limit for PM, reinstating caretaker government

The party presented 62 proposals to the Constitution Reform Commission

1h ago