এশিয়া কাপের শুরুতে রাহুলকে পাচ্ছে না ভারত
এশিয়া কাপ শুরুর আগে ধাক্কা খেয়েছে ভারত। প্রথম দুই ম্যাচে পাওয়া যাবে না দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য লোকেশ রাহুলকে। অর্থাৎ খেলতে পারবেন না পাকিস্তানের বিপক্ষেও। তবে সুস্থ হয়ে উঠলে গ্রুপ পর্ব শেষে এশিয়া কাপের দলে যোগ দিবেন এই ব্যাটার।
আইপিএল খেলার সময়ই চোটে পড়েন রাহুল। গত ১ মে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে লখনউ সুপার জায়ান্টসের ম্যাচ চলাকালীন সময়ে এই উইকেটরক্ষক-ব্যাটার তার ডান পায়ে হ্যামস্ট্রিংয়ের চোট পান। চোটের কারণে, আইপিএলের বাকি অংশের পাশাপাশি অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল মিস করেন তিনি।
তবে সেই চোট কাটিয়ে উঠে এবার জাতীয় দলের সঙ্গে ব্যাটিংয়েও নেমেছেন রাহুল। কিন্তু একই জায়গায় ফের চোট পেয়েছেন তিনি। সেই চোট থেকে সেরে উঠতে কিছুটা সময় লাগবে। যে কারণে এশিয়া কাপের প্রথম দুই ম্যাচে তাকে ছাড়াই ভারতকে খেলতে হবে বলে জানান ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়।
মঙ্গলবার সাংবাদিক সম্মেলনের শুরুতেই রাহুলের চোট নিয়ে দ্রাবিড় বলেন, 'অনেকেই জানতে চাইবেন যে রাহুল খেলতে পারবেন কি না, তাই আগেই বলে দিই, রাহুল আপাতত এশিয়া কাপ খেলতে যাচ্ছে না। ও প্রথম দুই ম্যাচ খেলতে পারবে না। জাতীয় ক্রিকেট একাডেমিতেই থাকবে। সুপার ফোরের ম্যাচের আগে দেখা হবে ও সুস্থ কি না। সেই অনুযায়ী দলে নেওয়া হবে ওকে।'
অবশ্য এশিয়া কাপের দল ঘোষণার সময়ই জানানো হয়েছিল ফিটনেস ঠিক থাকলেই স্কোয়াডে নেওয়া হবে রাহুলকে। সেই অনুযায়ী, সুপার ফোরে খেলার সম্ভাবনা বেশি রাহুলের। কারণ বেশ দ্রুতই চোট কাটিয়ে উঠছেন তিনি। দ্রাবিড়ের সংবাদ সম্মেলন শেষে টুইট করে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, 'রাহুল দ্রুত সুস্থ হয়ে উঠছেন। কিন্তু এশিয়া কাপে পাকিস্তান এবং নেপালের বিরুদ্ধে খেলতে পারবেন না তিনি।'
এশিয়া কাপে এবার গ্রুপ পর্বে প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও নেপালের বিপক্ষে খেলবে ভারত। ২ সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের এশিয়া কাপের মিশন।
Comments