‘এখন ট্রফি জেতার সময়’

Nigar Sultana Joty

একটা জায়গায় নিগার সুলতানা জ্যোতিরা সাকিব আল হাসানদের চেয়ে বেশ এগিয়ে। সাকিবরা তিনবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও পুড়েছেন হতাশায়। সেখানে জ্যোতিরা ২০১৮ সালেই জিতে নিয়েছিলেন এশিয়া কাপ। এশিয়া কাপ জেতা দলে ছিলেন বর্তমান অধিনায়ক জ্যোতি। ছেলেদের এশিয়া কাপের আগে দ্য ডেইলি স্টারের সঙ্গে একান্ত আলাপে এই তারকা বললেন, ছেলেদের এশিয়া কাপেও এখন ট্রফি জেতার আদর্শ সময়।

২০১৮ সালের জুন মাসে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে মেয়েদের এশিয়া কাপ জিতে নেয় বাংলাদেশ। সেবার মেয়েদের দলকে নিয়ে হয়েছিল তুমুল হইচই।

নারী ক্রিকেটে তখন থেকে পড়তে থাকে বাড়তি আলো। জ্যোতি সেটা উল্লেখ করলেন প্রথমে, 'বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের সবচেয়ে বড় অর্জন, আমাদের জন্য ছিল বিশেষ মুহূর্ত। আমি বলব এই টুর্নামেন্ট বাংলাদেশের মেয়েদের ক্রিকেটের পুরো চিত্র বদলে দিয়েছে।'

তারা জিতেছেন, এবার ছেলেদের জয়ও চান। সাকিবদের প্রতি এই বার্তা দিলেন জ্যোতি, 'এখন সময় ট্রফি জেতার। তাদের প্রতি এটাই আমার বার্তা থাকবে।'

বাংলাদেশ অধিনায়ক যুক্তি দিয়ে দেখান কেবল আবেগে ভেসে না, বাস্তবতার বিচারেও বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা আছে, 'আপনি যদি খেলোয়াড়দের সাম্প্রতিক ছন্দ দেখেন। ব্যাটাররা ভালো করছে। বোলাররা সহায়তা করছে। কাজেই ভালো সুযোগ। আগে দেখা যেত আমরা অনেক স্পিন নির্ভর দল। কিন্তু আপনি এখন দেখবেন পেসাররা বেশি প্রভাব বিস্তার করছে। ব্যাটিং- বোলিং দুটোই ভারসাম্যপূর্ণ। মাঠেও এনার্জি আছে। সব কিছু ভালোই মনে হচ্ছে।'

এশিয়া কাপ নিয়ে নিগার সুলতানা জ্যোতির পূর্ণাঙ্গ সাক্ষাতকার প্রকাশিত হয়েছে এশিয়া কাপের বিশেষ সংখ্যায়। ইংরেজি সংস্করণের সাক্ষাতকার পড়ুন এই লিঙ্কে-  'Time to bring the trophy'

Comments

The Daily Star  | English

Multinational executives urge govt to ensure licensing, tax consistency

Yunus urged the executives to collaborate with the government to promote Bangladesh to potential investors and ensure business opportunities expanded in the country.

21m ago