২০১৮ এশিয়া কাপের পর পারফরম্যান্সে ভারতের পরেই বাংলাদেশ
দারুণ খেলে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে উঠেছিল বাংলাদেশ। লিটন দাসের সেঞ্চুরিতে জেতার সম্ভাবনাও হয়ে গিয়েছিল উজ্জ্বল। তবে একদম কাছে গিয়ে পুড়তে হয় আক্ষেপে। এবার আরেকটি ওয়ানডে এশিয়া কাপের আগে পারফরম্যান্সের খতিয়ান বলছে টুর্নামেন্টে ফেভারিট বাংলাদেশও।
এশিয়ার টেস্ট খেলুড়ে পাঁচ দেশের পারফরম্যান্স পর্যবেক্ষণ করে দেখা গেছে বাংলাদেশ এই সময়ে বেশ উজ্জ্বল। ভারতের থেকে সামান্য ব্যবধানে পিছিয়ে আছে দ্বিতীয় অবস্থানে।
২০১৮ এশিয়া কাপ থেকে এই পাঁচ দেশের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৮৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৫২ জয় ভারতের। তাদের জেতার হার ৬১.৯০ শতাংশ।
এরপরই বাংলাদেশ। লাল সবুজের প্রতিনিধিরা এই সময়ে ৬৬ ম্যাচ খেলে জিতেছে ৩৯ ম্যাচ। জেতার হার ৫৯.০৯ শতাংশ।
পাকিস্তান ৫৭ ম্যাচ খেলে ৫২.৬৩% হারে পেয়েছে ৩০ জয়। শ্রীলঙ্কা ৭১ ম্যাচ খেলে পেয়েছে ৩১ জয়। এবার বিশ্বকাপ নিশ্চিত করতে তাদের খেলতে হয়েছে বাছাইপর্ব। তাদের জয়ের হার ৪৩.৬৬%।
সব থেকে পিছিয়ে আফগানিস্তান। ৪৪ ম্যাচ খেলে ২৪টিতেই হেরেছে তারা। জিতেছে কেবল ১৮ ম্যাচে। আফগানদের জয়ের হার ৪০.৯০ শতাংশ।
দল | ম্যাচ | জয় | হার | টাই | পরিত্যক্ত | জয়ের হার |
ভারত | ৮৪ | ৫২ | ২৮ | ১ | ৩ | ৬১.৯০% |
বাংলাদেশ | ৬৬ | ৩৯ | ২৫ | ০ | ২ | ৫৯.০৯% |
পাকিস্তান | ৫৭ | ৩০ | ২৪ | ১ | ২ | ৫২.৬৩% |
শ্রীলঙ্কা | ৭১ | ৩১ | ৩৭ | ০ | ৩ | ৪৩.৬৬% |
আফগানিস্তান | ৪৪ | ১৮ | ২৪ | ০ | ২ | ৪০.৯০% |
Comments