পাবিপ্রবিতে শ্রমিকের মৃত্যু: প্রকল্প পরিচালকসহ ৬ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

পাবিপ্রবির নির্মাণাধীন ভবন। ছবি: স্টার

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) নির্মাণাধীন ভবন থেকে পড়ে ২ শ্রমিকের মৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক, ঠিকাদারি প্রতিষ্ঠানের পরিচালক, প্রকৌশলীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নিহত শ্রমিক তুহিন হোসেনের চাচা মফিজুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে পাবনা সদর থানায় মামলা করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে নির্মাণকাজে গাফিলতির কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।

পুলিশ ইতিমধ্যে প্রকল্পের একজন সাইট ইঞ্জিনিয়ারকে গ্রেপ্তার করেছে বলেও জানান তিনি।

আসামিরা হলেন-নির্মাণাধীন শেখ রাসেল হলের নির্মাণকারী প্রতিষ্ঠান এম এন হুদা কনস্ট্রাকশন কোম্পানির ম্যানেজার নাসিরুল হক, পরিচালক হারুনুর রশিদ, ম্যানেজার মিজানুর রহমান, সাইট ইঞ্জিনিয়ার মো. সুজাউদ্দলা, হুসাইন এবং বিশ্ববিদ্যালয়ের প্রকল্প পরিচালক জি এম আজিজুর রহমান।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন শেখ রাসেল হলের বাইরের অংশে শ্রমিকেরা দড়ি ঝুলিয়ে প্লাস্টারের কাজ করছিলেন। এ সময় দড়ি ছিঁড়ে ৩ শ্রমিক নিচে পড়ে যান। তাদের মধ্যে দুজন মারা যান।

নিহতরা হলেন-চাঁপাইনবাবগঞ্জের বাগানপাড়া চর বাসুদেরপুর গ্রামের তুহিন হোসেন (২৫) ও রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বিগ্রাম ঘন্টি গ্রামের আসাদুল আলী (৩৫)।

ওসি বলেন, 'মামলার অভিযোগে অবহেলাজনিত মৃত্যুর কথা বলা হয়েছে। ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার হোসেন আলিকে আটক করা হয়েছে।'

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কামাল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'বিশ্ববিদ্যালয় খোলার পর এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।'

Comments

The Daily Star  | English

Nahid urges govt to release accurate information

Calls for impartial probe into Milestone crash, demands transparency

1h ago