ঢাকায় আজ বিকেল ৩টায় বিএনপির কালো পতাকা মিছিল, থাকছে সমমনা দলগুলোও 

আজ বিকেল ৩টা থেকে পৃথক দুটি মিছিল বের করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।
রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

সরকার পতনের এক দফা দাবিতে আজ শুক্রবার রাজধানী ঢাকায় কালো পতাকা মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

আজ বিকেল ৩টা থেকে পৃথক দুটি মিছিল বের করবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

গত মঙ্গলবার রাতে দলের জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেছিলেন।

মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিল শুরু হবে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এবং দয়াগঞ্জে গিয়ে এটি শেষ হবে।

এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

এ ছাড়া মহানগর উত্তর বিএনপির আয়োজনে কালো পতাকা মিছিল শুরু হবে শ্যামলী রিং রোড থেকে। মিছিলটি শিয়া মসজিদ হয়ে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শেষ হবে।

এ মিছিলে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ ছাড়া, একই দাবিতে যুগপৎ কর্মসূচির অংশ হিসেবে গণতন্ত্র মঞ্চ বিকেল ৪টায় শাহবাগ মোড় থেকে মিছিল করবে। এলিফ্যান্ট রোড হয়ে মিছিলটি নিউমার্কেটে গিয়ে শেষ হবে।

বিকেল ৩টায় বিজয়নগর পানির ট্যাংকির সামনে থেকে শুরু হবে ১২ দলীয় জোটের মিছিল। শেষ হবে শান্তিনগর মোড়ে।

এলডিপি বিকেল ৩টায় কাওরান বাজার এফডিসি সংলগ্ন এলডিপি অফিসের সামনে থেকে মিছিল করবে।

গণফোরাম ও পিপলস পার্টি বিকেল ৪টায় মতিঝিল নটরডেম কলেজের উল্টোদিকে গণফোরাম চত্বর থেকে মিছিল শুরু করবে। মিছিলটি নয়াপল্টন হয়ে পুরানা পল্টন মোড়ে শেষ হবে।

গণঅধিকার পরিষদ বিকেল ৪টায় পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল করবে।

 

Comments

The Daily Star  | English
quota reform movement,

Govt publishes preliminary list of those killed in July-August protests

The interim government today published a preliminary list of the people who died during the student-led mass protests in July and August.

1h ago