মানিকগঞ্জ

তীব্র ভাঙন, পদ্মায় ভেঙে পড়ছে স্কুলটি

চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি অংশ মঙ্গলবার রাতে নদীগর্ভে চলে যায়। ছবি: স্টার

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পদ্মা নদীর ভাঙন তীব্র হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে চর মুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আংশিক চলে গেছে নদীগর্ভে। 

বিদ্যালয়ের একটি অংশ ধ্বসে পড়ার পর যেকোনো সময় বাকি অংশও নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এর আগে গত সোমবার রাতে নদীগর্ভে বিলীন হয় ১২টি বাড়িসহ বিস্তীর্ণ এলাকা। ভাঙন আতঙ্কে আছেন ওই এলাকার নদীপাড়ের মানুষেরা। 

স্থানীয় ধুলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ খান দ্য ডেইলি স্টারকে বলেন, 'পদ্মার ভাঙন ঝুঁকিতে স্কুলসহ অর্ধশতাধিক বাড়িঘর। সোমবার রাতে ইউনিয়নের আবিধারা ও ইসলামপুর এলাকায় ভাঙনে ঘরবাড়ি হারিয়েছে ১২টি পরিবার।'

হরিরামপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাপসী রাবেয়া ডেইলি স্টারকে বলেন, 'আমি ভাঙন এলাকা পরিদর্শনে আছি। পানি উন্নয়ন বোর্ড ভাঙনরোধে কাজ করছে।'

তিনি জানান, বিদ্যালয়টি পুরোপুরি ধ্বসে পড়ার ঝুঁকি থাকায় শিক্ষার্থীদের পার্শ্ববর্তী ধূলশুড়া প্রাথমিক বিদ্যালয়ে আপাতত ক্লাস করতে বলা হয়েছে।

জানতে চাইলে মানিকগঞ্জ পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী  মো. মাঈন উদ্দীন ডেইলি স্টারকে বলেন, 'আপৎকালীন সময়ে ১২০০ মিটার এলাকায় ভাঙনরোধে কাজ চলছে। বৃষ্টির মধ্যেও আমাদের লোকজন জিও ব্যাগের পাশাপাশি, জিও টিউব ডাম্পিং করছে। বাড়ি-ঘরগুলো রক্ষা করতে আমরা কাজ করছি। আশা করি ভাঙন রোধ সম্ভব হবে।'

Comments

The Daily Star  | English

NCP leaders, activists attacked in Gopalganj following rally

Chase and counter-chase were seen between law enforcers and BCL activists in the area

1h ago