‘এখন স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ ’, বরিশালে সাকিব

অধিনায়কত্ব ছাড়তে চান সাকিব
সাকিব। ছবি: ফিরোজ আহমেদ/স্টার

দুই ফ্র্যাঞ্চাইজি আসর খেলে দেশে ফেরার পর অনুশীলনে যোগ দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাণিজ্যিক কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। মঙ্গলবার সকালে হেলিকপ্টারে করে উড়ে গিয়েছিলেন বরিশালে। সেখানে একটি চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়ার পর বলেছেন তার আপাতত স্বপ্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়।

লঙ্কান প্রিমিয়ার লিগ খেলে দুবাই গিয়ে একটি স্বর্ণের দোকান উদ্বোধন করেন সাকিব। সোমবার দেশে এসে পরদিনই বরিশালে যান তিনি। সেখানকে  নূর মোহাম্মদ মুন্সী হাসপাতাল আয়োজিত বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্তদান কর্মসূচিতে অংশ নেন এই তারকা। দুপুরেই ফিরে আসেন ঢাকায়। বিকেলে একটি মোবাইল কোম্পানির অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে সাকিবের।

বরিশালের আয়োজনে অংশ নিয়ে গণমাধ্যমের সামনে আসেন। ক্রিকেট নিয়ে তার কি স্বপ্ন জানতে চাওয়া হলে বলেন, 'এখন স্বপ্ন বিশ্বকাপ ও এশিয়া কাপ (জয়)। বাকিটা পরে দেখা যাবে।'

পরে সামনের খেলাগুলোর জন্য বরিশালের মানুষের সমর্থন প্রত্যাশা করেন তিনি,  'এখানে এসে খুবই ভালো লাগছে। এরকম তো আসলে মানুষের সঙ্গে মেশার সুযোগ হয় না। ভাইয়ের মাধ্যমে যেহেতু এখানে আসা হলো। একটা মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পেরে নিজের খুব ভালো অনুভূতি হচ্ছে। একই সঙ্গে যেহেতু বরিশালে খুব একটা আসা হয় না, ক্রিকেটে আন্তর্জাতিক ম্যাচ যেহেতু হয় না। স্বাভাবিকভাবে আসার সম্ভাবনাটা খুবই কম থাকে। এভাবে আসতে পেরে খুবই ভালো লাগছে। আশা করি শুধু বরিশাল না, পুরো বাংলাদেশের সবাই আমাদের সবসময় সমর্থন দেয়। বরিশালবাসীও অনেক বেশি সাপোর্ট করবে। আমরা সামনে যে বিশ্বকাপ ও এশিয়া কাপ আছে ওখানে ভালো করবো।'

সাকিব নিজেও একটি স্বেচ্ছাসেবী চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত। ক'মাস আগে তৈরি করেছেন ক্যান্সার ফাউন্ডেশন। বরিশালের মানবিক কাজেও অংশ নিতে পারায় নিজের ভালো লাগার কথা জানিয়েছেন তিনি, 'আমার নিজের একটা ক্যান্সার ফাউন্ডেশন আছে। এরকম একটা উদ্যোগের সঙ্গে থাকতে পেরে অনেক ভালো লাগছে।'

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

9h ago