এশিয়া কাপ-বিশ্বকাপের আগে সতীর্থদের যে বার্তা দিলেন বাবর
আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের পরপরই এশিয়া কাপ। কয়েক দিনের বিরতির পর বিশ্বকাপ। অর্থাৎ আগামী নভেম্বর পর্যন্ত টানা ও গুরুত্বপূর্ণ সব খেলার সূচি রয়েছে পাকিস্তানের সামনে। সেসব চ্যালেঞ্জ মোকাবিলার আগে সতীর্থদের আরও উন্নতি করার পরামর্শ দিলেন বাবর আজম। পাকিস্তানের অধিনায়ক তাদেরকে দিলেন নিজেদের সামর্থ্যে আস্থা রাখার মন্ত্রণাও।
আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে আফগানদের বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সিরিজের ভেন্যু শ্রীলঙ্কা। এরপর হাইব্রিড মডেলের এশিয়া কাপে অংশ নেবে বাবরের নেতৃত্বাধীন দলটি। 'এ' গ্রুপে তাদের বাকি দুই প্রতিপক্ষ হলো আফগানিস্তান ও নেপাল। আগামী ৩০ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলতে যাওয়া এশিয়া কাপের পর বিশ্বকাপের দিকে মনোযোগী হতে হবে পাকিস্তানকে।
এবারের বিশ্বকাপের আয়োজক পাকিস্তানের চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। প্রতিযোগিতায় নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তান মাঠে নামবে আগামী ৬ অক্টোবর। সেদিন তারা মুখোমুখি হবে বাছাইপর্ব পেরিয়ে আসা নেদারল্যান্ডসের।
গত মাসে শ্রীলঙ্কাকে তাদের মাটিতেই দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে পাকিস্তান। সেই সাফল্যের ধারা বজায় রেখে আরও উন্নতি করতে চান বাবর। সোমবার পিসিবি ডিজিটালকে তিনি বলেছেন, 'এখানে টেস্ট সিরিজ জয়ের পর (আফগানদের বিপক্ষে) অনুষ্ঠেয় সিরিজে আমরা ভালো একটি মোমেন্টাম নিয়ে যাচ্ছি এবং সেটাকে ভিত্তি করে আরও উন্নতি করে মুখিয়ে আছি।'
'আমাদের দলে কিছু নতুন মুখ আছে এবং আমি তাদের সামনের চ্যালেঞ্জগুলোর জন্য শুভকামনা জানাই। বেশিরভাগ খেলোয়াড়ই বিভিন্ন লিগে ক্রিকেট খেলছে। কিন্তু আপনি যখন পাকিস্তানের (পতাকায় থাকা) তারকাখচিত পোশাক গায়ে জড়ান, তখন সম্পূর্ণ আলাদা একটি অনুভূতি হয়।'
আইসিসি ওয়ানডে ব্যাটিং র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বাবর সতীর্থদের উদ্দেশ্যে বলেছেন, 'আমরা আমাদের প্রস্তুতিতে মনোযোগী আছি। কারণ আমাদের সামনে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় ইভেন্ট রয়েছে।'
'(সতীর্থদের জন্য) আমার সব সময়ই একই বার্তা যে নিজের ওপর বিশ্বাস রাখতে হবে এবং এটা নিশ্চিত করতে হবে যেন মাঠে আপনি নিজের শতভাগ দিতে পারেন।'
এশিয়া কাপের জন্য ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা মিডল অর্ডার ব্যাটার তায়্যিব তাহির। দুই বছর আগে শেষবার এই সংস্করণে খেলা অলরাউন্ডার ফাহিম আশরাফকে ফেরানো হয়েছে। এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও আফগানিস্তানের বিপক্ষে সিরিজে রাখা হয়েছে মিডল অর্ডার ব্যাটার সৌদ শাকিলকে।
Comments