দুর্নীতি মামলা: রিজেন্ট গ্রুপের সাহেদের ৩ বছরের কারাদণ্ড

দুর্নীতি মামলা
মো.সাহেদ। ফাইল ছবি সংগৃহীত

১ কোটি ৬৯ লাখ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ করিমকে ৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সাহেদ করিমের উপস্থিতিতে ঢাকার বিশেষ জজ আদালত-৭ এর বিচারক প্রদীপ কুমার রায় আজ সোমবার এ দণ্ডাদেশ দেন।

একই সঙ্গে বেআইনিভাবে অর্জিত ১ কোটি ৬৯ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন বিচারক।

এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাদের যুক্তিতর্ক শেষ করে এবং আদালত মামলার অভিযোগকারীসহ প্রসিকিউশনের ১২ জন সাক্ষীর জবানবন্দি রেকর্ড করেন।

গত বছরের ১৭ এপ্রিল সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০২১ সালের ১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারী বাদী হয়ে সাহেদের বিরুদ্ধে ঢাকা সমন্বিত কার্যালয়-১ এ মামলা করেন।

তদন্ত শেষে গত ২ ফেব্রুয়ারি সাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে দুদক।

২০২০ সালের ১৫ জুলাই সাতক্ষীরার দেবহাটা থেকে সাহেদকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ ৩৬টিরও বেশি মামলা দায়ের করা হয়।

অস্ত্র মামলায় ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর সাহেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত

২০১০ সালের ১৮ আগস্ট চেক জালিয়াতি মামলায় সাহেদকে ছয় মাসের কারাদণ্ড ও ৫৩ লাখ টাকা জরিমানা করেন আদালত।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

3h ago