সীতাকুণ্ডে গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ড, দগ্ধ ১

স্টার অনলাইন গ্রাফিক্স

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি গ্যাস সিলিন্ডারের গোডাউনে অগ্নিকাণ্ডে একজন দগ্ধ হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার সীতলপুর কাসেম গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গোডাউনটিতে প্রায় ১৫০টি খালি সিলিন্ডার রাখা ছিল। গোডাউনের মালিক আবু তাহের ও একজন কর্মচারী ভেতরে কাজ করছিলেন।
বিকেল আনুমানিক ৪টার দিকে স্থানীয়রা গোডাউনের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে আগুন জ্বলতে দেখতে পান।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ দ্য ডেইলি স্টারকে বলেন, খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে ছুটে যায়।

সীতাকুণ্ড ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ বলেন, 'ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে গোডাউন মালিক আবু তাহের দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করার পরামর্শ দেন।'

'কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে—তা তদন্ত করে দেখা হচ্ছে,' বলেন সুলতান মাহমুদ।

তোফায়েল আহমেদ বলেন, 'গোডাউনটিতে অবৈধভাবে গ্যাস রিফিল করা হচ্ছিল কি না, তা পুলিশ খতিয়ে দেখছে।'

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

1h ago