যশোরের বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করলেন এডিবির নির্বাহী পরিচালক

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নির্বাহী পরিচালক সমীর কুমার খারে যশোরে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল এবং রিসোর্স রিকোভারি ফ্যাসিলিটি পরিদর্শন করেছেন। বর্জ্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠান স্কেইট ওয়েস্ট এটি পরিচালনা করছে।

এসময় এডিবির নির্বাহী পরিচালক বলেন, 'বর্জ্য ব্যবস্থাপনা মানুষের স্বাস্থ্যের জন্য এবং পরিবেশের জন্য বিরাট হুমকি। আমরা যদি এখানে মানুষের সরাসরি অংশগ্রহণ কমিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো আধুনিক প্রযুক্তির সংযোগ ঘটাতে পারি, তাহলে আমরা দ্রুত কার্যকরী বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা ও রোল মডেল গড়ে তুলতে পারব।'

তিনি বর্জ্য ব্যবস্থাপনার চ্যালেঞ্জ মোকাবিলায় স্কেইট ওয়েস্টের উদ্ভাবনী পদ্ধতির জন্য সাধুবাদ জানান। এছাড়া তিনি টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সরকারি-বেসরকারি সহযোগিতার তাৎপর্যের ওপর জোর দেন এবং বর্জ্য ব্যবস্থাপনা পদ্ধতির প্রশংসা করেন।

স্কেইট লিমিটেডের চেয়ারম্যান মো. নাহিদ আলম জানান, বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং একটি প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে লাভজনক ও সাসটেইনেবল করতে প্রত্যেকের কার্যকরী অংশগ্রহণ ও সহযোগিতা প্রয়োজন। আধুনিক প্রযুক্তি সংযোগ ও সহযোগিতার মাধ্যমে প্ল্যান্টের উৎপাদন ও বর্জ্য পরিশোধনের পরিমাণ কয়েকগুণ বাড়িয়ে তোলা সম্ভব।

যশোরের ঝুমঝুমপুর নড়াইল-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত উন্নত বর্জ্য প্রক্রিয়াকরণ ও ব্যবস্থাপনা প্ল্যান্টটি বাংলাদেশের প্রথম ও অগ্রণী উদ্যোগ। এই বর্জ্য ব্যবস্থাপনা ও পরিশোধন কেন্দ্রটি ১৩ দশমিক ৯৭ একর জমির ওপর অবস্থিত।

২০১৭ সালের ৩১ ডিসেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা ২০১৮ সালের ডিসেম্বরে সমাপ্ত হয় এবং ২০১৯ সালের আগস্ট থেকে বর্জ্য পরিশোধন ও প্রক্রিয়াকরণ কার্যক্রম শুরু হয়।

বর্তমানে প্ল্যান্টটির মাধ্যমে যশোর শহরের পৌর বর্জ্য থেকে উন্নত মানের জৈব সার প্রস্তুত হচ্ছে যা দেশের কৃষি এবং নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এছাড়াও দেশের একমাত্র পরিকল্পিত পরিবেশবান্ধব ল্যান্ডফিল এখানে অবস্থিত। এই প্লান্টে আরও আছে, পানি পরিশোধন ইউনিট ও পয়োবর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র।

Comments

The Daily Star  | English
Anti-Terrorism Act

Banning party activities: Govt amends anti-terror law

The interim government is set to bring the curtain down on the Awami League as a functioning political party.

7h ago