ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠাবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

ফেসবুক এবং হোয়াটসঅ্যাপে অনেক সময়ই আমরা গোপনীয় বিভিন্ন আলাপ-আলোচনা করে থাকি। এ ধরনের আলাপকে আরও সুরক্ষিত এবং এর নিরাপত্তা নিশ্চিত করতে চাইলে আপনি প্ল্যাটফর্ম দুটির 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশন ব্যবহার করতে পারেন। 

ডিজঅ্যাপিয়ারিং মেসেজিংয়ের মাধ্যমে প্রাপক আপনার পাঠানো মেসেজ সিন করলে কিংবা দেখলে একটি নির্দিষ্ট সময় পর মেসেজটি স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে, বা মুছে যাবে। এমনকি 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশন চালু রেখে কেউ স্ক্রিনশট নিলেও সেটি চ্যাটে একটি নোটিফিকেশন আকারে দেখিয়ে দেওয়া হয়। 

হোয়াটসঅ্যাপের মেসেজিং পদ্ধতি ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড করা থাকে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন ব্যক্তিগত মেসেজ এবং কলগুলোকে শুধু মেসেজ আদান-প্রদানকারীর মধ্যেই সীমাবদ্ধ রাখে। অর্থাৎ, আপনি নিজে এবং আপনি যার সঙ্গে যোগাযোগ করছেন তিনি ছাড়া এগুলো কেউ পড়তে কিংবা শুনতে পারবেন না। অন্যান্য তৃতীয় পক্ষের অ্যাপ তো পারবেই না, এমনকি হোয়াটসঅ্যাপও সেগুলো পড়তে কিংবা শুনতে পারবে না। যা আপনাকে একটি উচ্চ নিরাপত্তা নিশ্চিত করে থাকে। 

অন্যদিকে, ফেসবুক মেসেঞ্জারে ডিফল্টভাবে এন্ড-টু-এন্ড এনক্রিপশন করা থাকে না। এর জন্যে আপনাকে 'সিক্রেট কনভার্সেশন' অপশনটি চালু করতে হবে। এই 'সিক্রেট কনভার্সেশন' অপশন থেকেই আপনি আবার 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' পাঠানোর অপশনটি পেয়ে যাবেন।

চলুন তাহলে দেখে নেওয়া যাক, কীভাবে সিক্রেট কনভার্সেশন অপশন চালু করবেন এবং 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' পাঠাবেন।

ফেসবুকের ক্ষেত্রে

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

আপনি চাইলে ২ ভাবে ফেসবুকে 'সিক্রেট কনভার্সেশন' অপশনটিতে প্রবেশ করতে পারবেন। 

পদ্ধতি ১

  • প্রথমত, অ্যাপটি খুলে একেবারে উপরের ডান দিকের পেন্সিল আইকনটিতে ক্লিক করুন। 
  • নিউ মেসেজ অপশনটি আসলে সেখান থেকেও একেবারে উপরে ডান পাশের লক আইকনটিতে ক্লিক করুন।
  • এবারে আপনি যার সঙ্গে সিক্রেট কনভার্সেশনে যেতে চান, তাকে সার্চ বার কিংবা সেখানে বিদ্যমান সাজেশনস থেকে খুঁজে নিন। তারপর তার নামে ট্যাপ করলেই তার সঙ্গে সিক্রেট কনভার্সেশন চালু হয়ে যাবে। 

পদ্ধতি ২

  • যাদের সঙ্গে আপনার ইতোমধ্যেই কোনো না কোনো মেসেজ আদান-প্রদান হয়েছে, তাদের ক্ষেত্রে আপনি এই পদ্ধতিটি ব্যবহার করতে পারবেন। 
  • আগে চ্যাটিং হয়েছে এমন যার সঙ্গে আপনি সিক্রেট কনভার্সেশনে যেতে চান, মেসেঞ্জার অ্যাপ থেকে তার সঙ্গের চ্যাটবক্সটি খুলুন। 
  • একেবারে উপরে ডানপাশে 'আই' বাটনে ক্লিক করুন এবং সেখান থেকে নিচে স্ক্রল করে 'গো টু সিক্রেট কনভার্সেশন' অপশনে ক্লিক করুন। 

কারো সঙ্গে সিক্রেট কনভার্সেশন চালু করার পর, তার সঙ্গে একটি লক আইকন সহ আলাদা চ্যাটবক্স দেখতে পারবেন। 

সিক্রেট কনভার্সেশনে যাওয়ার পর মেসেঞ্জারের মেসেজগুলো এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড হয়ে যাবে।

ডিজঅ্যাপিয়ারিং মেসেজিংয়ের অপশন চালু করবেন যেভাবে

  • একেবারে উপরের ডানপাশে 'আই' বাটনে ক্লিক করুন। তারপর স্ক্রল করে নিচে যান। 
  • ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস' নামক একটি অপশন পাবেন সেখানে ক্লিক করুন। তারপর আপনার মেসেজটি প্রাপক সিন করা কিংবা দেখার কতক্ষন পরে অদৃশ্য হয়ে যাবে সেটি নির্ধারণ করুন। এখানে আপনি, ৫ সেকেন্ড থেকে শুরু করে ১ দিন পর্যন্ত অপশন পাবেন।
  • ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশনটি চালু থাকলে আপনি অথবা যাকে আপনি মেসেজ পাঠাচ্ছেন, যে কেউই স্ক্রিনশট কিংবা স্ক্রিন রেকর্ডিং নিলে সেটি একটি নোটিফিকেশন আকারে চ্যাটে দেখিয়ে দেওয়া হবে। এক্ষেত্রে, নিরাপত্তার স্বার্থে মেসেজ অদৃশ্য হয়ে যাওয়ার ৬ ঘণ্টা পর্যন্ত আপনি সেগুলো রিপোর্টও করতে পারবেন। 

হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

হোয়াটসঅ্যাপে ডিফল্টভাবেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন থাকে, এখানে ফেসবুক মেসেঞ্জারের মতো আলাদা করে সিক্রেট কনভার্সেশনের মত কোনো অপশন চালু করতে হয় না। এক্ষেত্রে, ডিজঅ্যাপিয়ারিং মেসেজের অপশনটিও কিছুটা ভিন্ন। 

আপনি যার সঙ্গে ডিজঅ্যাপিয়ারিং মেসেজের অপশনটি চালু করবেন, তার ইনবক্সেই সেটি চালু হবে, ফেসবুকের মতো আলাদা কোনো চ্যাটবক্স খুলবে না। এছাড়া, এখানে কেউ স্ক্রিনশট এবং স্ক্রিনরেকর্ডিং করলেও কোনো নোটিফিকেশন পাবেন না। 

হোয়াটসঅ্যাপে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ চালু করবেন যেভাবে,

  • যার ক্ষেত্রে ডিজঅ্যাপিয়ারিং মেসেজ চালু করতে চান তার চ্যাটবক্সে গিয়ে একেবারে উপরে ডানপাশের থ্রি-ডট বাটনটিতে ক্লিক করুন। 
  • থ্রি-ডট বাটনটিতে ক্লিক করার পর সেখান থেকে 'ডিজঅ্যাপিয়ারিং মেসেজ' অপশনটিতে ক্লিক করুন। 
  • এরপর আপনি কিছু মেসেজ টাইমার দেখতে পাবেন। এখানে আপনি, ২৪ ঘণ্টা থেকে শুরু করে ৯০ দিন পর্যন্ত অপশন পাবেন। আপনার সুবিধা অনুযায়ী সময় নির্ধারণ করুন। প্রাপক আপনার মেসেজ সিন করলে কিংবা দেখলে আপনার নির্ধারিত এই সময়কাল পর সেটি অদৃশ্য হয়ে যাবে।

পরিশেষে

হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত
হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জার, উভয় প্ল্যাটফর্মেই ডিজঅ্যাপিয়ারিং মেসেজ পাঠানোর সুযোগ রয়েছে। ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে যোগাযোগের জন্যে আমরা প্রতিনিয়তই এসকল অ্যাপের উপর নির্ভরশীল। ব্যাক্তিগত এবং সংবেদনশীল নানারকম তথ্য ভুল হাতে পড়লে সেগুলো আমাদের জীবনে অপ্রত্যাশিত বিপদ বয়ে আনতে পারে। তাই নিরাপত্তা এবং গোপনীয়তার স্বার্থে, নিরাপত্তা সম্পর্কিত এইসকল ফিচারগুলো সম্পর্কে ভালোমত জেনে নেওয়া ভালো। 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

2h ago