কারিগরি ত্রুটিতে আড়াই ঘণ্টা বন্ধের পর মেট্রোরেল চালু

মেট্রোরেলে কারিগরি সমস্যা
মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড়। ছবি: প্রবীর দাশ/স্টার

কারিগরি ত্রুটির কারণে আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

দুপুর ১১টা ৫০ মিনিটে মেট্রোরেল চলাচল শুরু হয়। 

এর আগে সকাল ১১টা ১৮ মিনিটে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার (অপারেশনস) ইফতেখার হোসেন কারিগরি ত্রুটির কারণে মেট্রোরেল বন্ধের বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেন। 

প্রায় আড়াই ঘণ্টা মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে রাজধানীবাসী।

দুদিন আগেও, গত সোমবার ট্র্যাকে কারিগরি সমস্যার কারণে ৪০ মিনিট দেরিতে মেট্রোরেল ছেড়েছিল

Comments

The Daily Star  | English

Ishraque announces suspension of protest for 48 hours

He made the announcement while talking to the party men in front of Kakrail mosque this afternoon

15m ago