৬৮ নির্বাচন পর্যবেক্ষকের তালিকায় নেই আবেদ আলীর সেই ২ বিতর্কিত সংস্থা
আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে ৬৮ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দেওয়া হবে। আজ মঙ্গলবার নির্বাচন কমিশনের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইসি ইতোমধ্যে এসব সংস্থার নাম উল্লেখ করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
তবে পর্যবেক্ষক হিসেবে নিবন্ধনের আবেদন করলেও, এ তালিকায় নেই বিতর্কিত ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশন। ২টি সংস্থার সঙ্গেই জড়িত আছেন মোহাম্মদ আবেদ আলী। তিনি যথাক্রমে একটির মহাসচিব এবং অন্যটির চেয়ারম্যান।
২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে ইসি ১১৮ স্থানীয় পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিয়েছিল। অর্থাৎ এবার স্থানীয় পর্যবেক্ষকের সংখ্যা আগের তুলনায় অর্ধেকে নেমে এসেছে।
ইসির তালিকায় থাকা সংস্থাগুলোকে নিয়ে কেউ আপত্তি তুললে, তা নিষ্পত্তির পর কমিশন তালিকা চূড়ান্ত করবে।
আজ মঙ্গলবার ইসি সচিব জাহাঙ্গীর আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সংক্ষুব্ধদের আগামী ১৫ কার্যদিবসের মধ্যে ইসির কাছে তাদের আপত্তি জানাতে হবে।
ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেন, 'নির্দেশিকা অনুযায়ী আমরা পর্যবেক্ষক নির্বাচন করেছি। নীতিমালা অনুযায়ী আবেদনকারীরা কোনো রাজনৈতিক দলের সদস্য হলে, নিবন্ধন পাবেন না।'
স্থানীয় পর্যবেক্ষকদের অবশ্যই নির্দলীয় ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ হতে হবে এবং রাজনীতির সঙ্গে জড়িত বা ভবিষ্যতে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা থাকলে কেউ নির্বাচন পর্যবেক্ষক সংস্থার গভর্নিং বডির সদস্য হতে পারবেন না।
জাতীয় নির্বাচনের আগে প্রতি পাঁচ বছর পর পর স্থানীয় পর্যবেক্ষকদের নিবন্ধন দিয়ে থাকে ইসি।
চূড়ান্তকরণের আগে ইসির তালিকায় থাকা ৬৮ পর্যবেক্ষক সংস্থার নামগুলো হলো-
Comments