মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসী আটক

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের হাতে আটক ৪২৫ অভিবাসী। ছবি: মালেয়শিয়ান ইমিগ্রেশন

মালয়েশিয়ায় ২৫২ বাংলাদেশিসহ ৪২৫ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। যাদের বয়স ৮ থেকে ৫৪ বছরের মধ্যে।
  
শুক্রবার রাত ১টায় কুয়ালালামপুরের চেরাসের তামান কনটের এলাকার ৩টি আলাদ ফ্ল্যাটে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

অভিযানে অংশ নেওয়া ৮০ জন ইমিগ্রেশন কর্মকর্তা মোট ৬০০ জন দেশি-বিদেশি নাগরিকের কাগজপত্র পরীক্ষা করেন। এর মধ্য থেকে যাদের কাগজপত্র নেই কিংবা মেয়াদোত্তীর্ণ এমন ৪২৫ জনকে আটক করা হয়।

আটক বাকিদের মধ্যে মিয়ানমারের ১০৮, ইন্দোনেশিয়ার ৩০, নেপালের ২০, পাকিস্তানের ৭, কম্বোডিয়ার ৬ এবং ফিলিপাইনের ২ জন অভিবাসী রয়েছেন।

ইমিগ্রেশন অধিদপ্তরের পরিচালক শ্যামসুল বদরিন মহসিন সাংবাদিকদের বলেন, 'অবৈধভাবে অবস্থান, মেয়াদোত্তীর্ণ রেসিডেন্ট পারমিটে অতিরিক্ত অবস্থান এবং পাস বা রেসিডেন্ট পারমিটের অপব্যবহারসহ বিভিন্ন অপরাধে তাদের আটক করা হয়েছে।'

আটককৃতদের বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে বলেও জানান তিনি।
 
ইমিগ্রেশন আইনের অধীনে আরও অধিকতর তদন্তের কথা জানিয়ে পরিচালক বলেন, 'আমরা জনগণের দেওয়া অভিযোগ এবং নানা তথ্যের ভিওিতে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছি। এ বিষয়ে কোনো আপস করা হবে না।'
 
'যারা এই অবৈধ অভিবাসীদের রক্ষা করে বা নিয়োগ দেয় তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে', যোগ করেন তিনি।

লেখক: মালয়েশিয়াপ্রবাসী সাংবাদিক

Comments

The Daily Star  | English
Challenges in Bangladesh private sector investment

Private sector investment remains sluggish

Foreign exchange reserves are showing encouraging signs of stability due to record remittance inflows and rising exports, but private sector investment remains a concern for the government.

11h ago