ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

ইয়ামাহা মিউজিক স্কুল থেকে সনদ গ্রহণকারী শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

বিভিন্ন কোর্সে সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেছে ইয়ামাহা মিউজিক স্কুল।

গতকাল মঙ্গলবার এই সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস ব্যান্ড দলের সদস্য হামিন আহমেদ।

উৎসবমুখর আয়োজনে হামিন আহমেদ তার বক্তব্যে বলেন, 'ইয়ামাহা মিউজিক স্কুলের প্রত্যেক শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদের সহনশীলতা ও দৃঢ়তার জন্য। যে শিক্ষার্থীরা ইয়ামাহা মিউজিক স্কুল থেকে কোর্স সম্পন্ন করলেন, তাদেরও অভিনন্দন।

সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামিন আহমেদ। ছবি: সংগৃহীত

তিনি বলেন, 'আমি মিউজিক শেখার জন্য সবসময়ই এমন একটি জায়গা খুঁজতাম। কিন্তু গোছানো কোনো কিছুই পাইনি সেই সময়ে।'

এসিআই মটরসের সেলস ডিরেক্টর আজম আলী শিক্ষার্থীদের মাঝে উৎসাহমূলক বক্তব্য রাখেন।

ঢাকার তেজগাঁওয়ে এসিআই সেন্টারে আয়োজিত এই সনদ বিতরণ অনুষ্ঠানে নিজের অনুভূতির কথা বলেন ইয়ামাহা মিউজিক স্কুলের সাবেক শিক্ষার্থী হোসেন ফাহিম রেজা।

তিনি বলেন, 'ইয়ামাহা মিউজিক স্কুলের অংশ হতে পেরে এবং সনদ গ্রহণ করে আমি গর্বিত। আমরা সেরা শিক্ষকদের কাছ থেকে শিখেতে পেরে এবং পরিপূর্ণভাবে কোর্সগুলো শেষ করতে পেরে আনন্দিত।'

অনুষ্ঠানে ইয়ামাহা মিউজিক স্কুলের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা গান পরিবেশন করেন। মন্ত্রমুগ্ধ হয়ে সেসব গান শোনেন উপস্থিত শ্রোতারা।

এই আয়োজন পরিণত হয়েছিল এই মিউজিক স্কুলের সাবেক শিক্ষার্থীদের মিলন মেলায়।

২০২০ সালে অনলাইন মিউজিক শিক্ষার মাধ্যমে যাত্রা শুরু করে ইয়ামাহা মিউজিক স্কুল। এই প্রতিষ্ঠানের প্রতিটি সঙ্গীত কোর্স এমনভাবে সাজানো, যেন সব বয়সের শিক্ষার্থী খুব সহজেই সঙ্গীত শিখতে পারে।

এ পর্যন্ত ৬৭০ জন শিক্ষার্থী ইয়ামাহা মিউজিক স্কুল থেকে কোর্স সম্পন্ন করেছেন।

Comments

The Daily Star  | English

Have patience for election

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said the government would issue a roadmap to the election as soon decisions on electoral reforms are made.

6h ago