নরসিংদীতে ‘ককটেলসহ’ জামায়াতের ৬ নেতাকর্মী আটক

নৌকার এজেন্টের ৬ মাসের কারাদণ্ড
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

নরসিংদীর শিবপুরের পুটিয়া এলাকায় ১৫টি ককটেলসহ জামায়াতের ৬ নেতাকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ।

আজ রোববার বিকেলে পুটিয়া ইউনিয়নের ত্রিমোনী এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।

নরসিংদী জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র  সরকার দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন-জয়নাল আবেদীন (৬২), মো. আব্দুল মান্নান (৬৩), কাজী নুর মোহাম্মদ (৪৪), মো. জসীম উদ্দীন ভুইয়া (৫২), মো. ফেরদৌস আহমেদ (৪২) এবং মো. নাজির উদ্দিন ভুইয়া (৪৮)।

এর আগে, গত শুক্রবার রাতে সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলী এলাকা থেকে ৪ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।

ডিবি কর্মকর্তা খোকন চন্দ্র সরকার বলেন, 'দেশকে অস্থিতিশীল করতে ও নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে আজ বিকেল ৫টার দিকে ত্রিমোনী এলাকায় তারা জড়ো হচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয় এবং তাদের কাছে থেকে ১৫টি হাতবোমা জব্দ করা হয়েছে।'

এদিকে জামায়াত ইসলামির নরসিংদী জেলার আমির মুসলেহ উদ্দিন ডেইলি স্টারকে বলেন, 'কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে ৬ জনকে আটক করা হয়। আটকের পর তাদের বিরুদ্ধে মিথ্যা বোমা উদ্ধারের নাটক সাজিয়েছে প্রশাসন।' 

Comments

The Daily Star  | English

BNP sincere about reforms, not solely focused on polls

BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir also says ‘we should never forget 1971’

14m ago