শান্তিনগরে যুবককে পিটিয়ে হত্যা

রংপুরে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত
স্টার অনলাইন গ্রাফিক্স

রাজধানীর শান্তিনগরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইস্টার্ন প্লাস মার্কেটের কাছে একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহত খালেদ শেখ (২৬) ফরিদপুরের মধুখালী উপজেলার বাসিন্দা।

খালেদের চাচার বন্ধু মো. সজিব জানান, ভবনের কয়েকজন নিরাপত্তারক্ষী তার বন্ধুর ছোট ভাইকে চোর সন্দেহে আটকে রেখেছে এমন খবর পেয়ে খালেদ সেখানে যান। সেখানে নিরাপত্তারক্ষীদের সঙ্গে তার ঝগড়া হয়। একপর্যায়ে প্রায় ১৫ জন লোক তাকে মারধর করলে তিনি অজ্ঞান হয়ে যান।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া দ্য ডেইলি স্টারকে জানান, খালেদকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে পল্টন থানার পরিদর্শক (তদন্ত) সেন্টু মিয়া বলেন, 'একজনকে পিটিয়ে হত্যার অভিযোগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।'

Comments

The Daily Star  | English
government bank borrowing target

'Heinous act' of attacking NCP rally in Gopalganj will not go unpunished: govt

The government termed the use of violence in Gopalganj as "utterly indefensible"

33m ago