বরিশালে ২ বাসের সংঘর্ষে ১ বাস ডোবায়, আহত অন্তত ২০

ইলিশ পরিবহনের বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।
ইলিশ পরিবহন
মুখোমুখি সংঘর্ষের পর ইলিশ পরিবহনের বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়। ছবি: টিটু দাস/স্টার

বরিশালের গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ যাত্রী আহত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ইলিশ ও শ্যামলী পরিবহনের দুটি বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।

সংঘর্ষে ইলিশ পরিবহনের বাসটি মহাসড়কের পাশের ডোবায় পড়ে যায়।

অপরদিকে শ্যামলী পরিবহনের বাসটি মহাসড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়।

এতে ইলিশের ১৫ ও শ্যামলী পরিবহনের ৫ যাত্রী আহত হয়েছেন।  

গৌরনদী ফায়ার স্টেশনের কর্মকর্তা বিপুল হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানান তিনি। 

স্থানীয়রা জানান, বরিশালগামী ইলিশ পরিবহনের বাসটি একটি থ্রি-হুইলারকে ওভারটেক করছিল। সেসময় বিপরীত দিক থেকে আসা শ্যামলী পরিবহনের বাসটির সঙ্গে সংঘর্ষ হলে ইলিশ পরিবহনের এসি বাসটি সড়কের পাশে ডোবায় পড়ে যায়। 

ফায়ার সার্ভিস কর্মকর্তা বিপুল হোসেন ডেইলি স্টারকে বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ইলিশ পরিবহনের বাসটি ডোবায় অর্ধনিমজ্জিত অবস্থায় পড়ে আছে। আর সড়কের অপর পাশে গাছের সঙ্গে আটকে আছে শ্যামলী পরিবহনের বাসটি।'

দুর্ঘটনার পর প্রায় আধঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল ডেইলি স্টারকে বলেন, 'আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ বা নিহত হওয়ার খবর পাইনি।' 

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Professor Muhammad Yunus for a road map to the reforms and the next general election.

48m ago