ইউটিউব চ্যানেলে বেশি মনোযোগ দিচ্ছি: ডলি সায়ন্তনী

ডলি সায়ন্তনী। ছবি: সংগৃহীত

নতুন গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডলি সায়ন্তনী। এর মধ্যেই নিজের নামের ইউটিউব চ্যানেলে বেশকিছু গানও প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় নতুন ৩টি গান করছেন। এর মধ্যে একটি লালনগীতিও থাকছে।

লালনগীতি 'ভবে কেউ কারো নয়', অন্য গানের মধ্য 'একতরফা বাইসা ভালো' ও 'মন পবনের নাও' শিরোনামের গানগুলো ডলি সায়ন্তনীর নিজের ইউটিউব চ্যানেল ও অডিও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হবে।

ডলি সায়ন্তনী বলেন, 'নিজের চ্যানেল ও অডিও প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য গানগুলো করছি। ইউটিউব চ্যানেলের দিকে মনোযোগ দিচ্ছি বেশি। গানের পাশাপাশি মানসম্মত মিউজিক ভিডিও নির্মাণ করছি। যারা এতদিন নতুন গানের অপেক্ষায় ছিলেন তাদের জন্য গানগুলো করেছি। শ্রোতারা এখনো আমার গান আগ্রহ নিয়ে শোনেন, পছন্দ করেন, এটা অনেক বড় পাওয়া।'

Comments