শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায় অংশ নিতে সাতরাস্তায় আ. লীগের নেতাকর্মীরা

দ্বিতীয় দিনের মতো আজ বুধবার রাজধানীতে 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা' করবে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শোভাযাত্রায় অংশগ্রহণের জন্য রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ের কাছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছে। যেখানে শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশ চলছে। 

মগবাজার থেকে মহাখালীগামী সড়কে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। যার ফলে রাস্তায় চলাচলের জায়গা সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বিএনপির ডাকা রোডমার্চ কর্মসূচির পাল্টা কর্মসূচি হিসেবে ঢাকা মহানগর (উত্তর) আওয়ামী লীগ এই কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তব্য রাখবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া শোভাযাত্রায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারাও অংশ নেবেন।

তেজগাঁওয়ের সাতরাস্তা মোড় থেকে মহাখালী পর্যন্ত পদযাত্রা করবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

একই সঙ্গে রংপুর, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের শহর ও জেলায় শোভাযাত্রা করবে আওয়ামী লীগ।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ গতকাল রাজধানীসহ রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের সব নগর ও জেলা ইউনিটে এ শোভাযাত্রা বের করে।

Comments

The Daily Star  | English

Lower revenue collection narrows fiscal space

Revenue collection in the first four months of the current fiscal year declined by 1 percent year-on-year

11h ago