ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

একটি ভোটকক্ষের চিত্র

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন মুসলিম মডার্ন একাডেমি ভোটকেন্দ্রে এক আনসার সদস্যকে ঘুমাতে দেখা যায়। ছবি: মামুনুর রশীদ/স্টার

ভোটারের দেখা নেই। তাই ভোটকক্ষের ভেতরে ভোট চলাকালেই টেবিলে মাথা রেখে একটু ঘুমিয়ে নিচ্ছেন আইনশৃঙ্খলার দায়িত্বে থাকা এক আনসার সদস্য।

ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের আওতাধীন মুসলিম মডার্ন একাডেমি ভোটকেন্দ্রে আজ সোমবার সকাল সাড়ে ৯টার চিত্র এটি। 

ঢাকা-১৭ সংসদীয় আসনের উপনির্বাচনে এখানকার ১১৯ নম্বর কেন্দ্রের ১ নম্বর ভোটকক্ষে ভোটার না থাকায় আরও ২ কর্মকর্তার উপস্থিতিতে ওই আনসার সদস্যকে ঘুমাতে দেখা যায়।

মুসলিম মডার্ন একাডেমির ৩ ভোটকেন্দ্রের মোট ভোটার ৯ হাজার ৪৪ জন। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর ১০টা পর্যন্ত ২ ঘণ্টায় মোট ভোট পড়েছে ১১৯টি।

১১৮ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাহমুদ হাসান দ্য ডেইলি স্টারকে জানান, এ কেন্দ্রের ভোটার ৩ হাজার ১৬ জন। ২ ঘণ্টায় ভোট পড়েছে ৫৮টি।

১১৯ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মাসুদ পারভেজ জানান, এ কেন্দ্রের ভোটার ৩ হাজার ২০ জন। ২ ঘণ্টায় ভোট পড়েছে ৩৩টি।

১২০ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হাসান আলী জানান, এ কেন্দ্রের ভোটার ৩ হাজার ৮ জন। ভোট পড়েছে ২৮টি।

সকাল সাড়ে ৯টার পর কেন্দ্রের বাইরে কয়েকজন নৌকার সমর্থক দেখা গেছে। সেখানে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর পোলিং এজেন্টদের উপস্থিতিও ছিল।

নির্বাচন কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি ছিল পর্যাপ্ত। তবে ছিলেন না ভোটার।  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর ওয়ার্ড এবং ঢাকা সেনানিবাস এলাকা নিয়ে গঠিত এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

এই আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে দ্বাদশ সংসদ নির্বাচনের ৫ মাস আগে এ উপনির্বাচন হচ্ছে।

১২৪টি ভোটকেন্দ্রের ৬০৫টি ভোটকক্ষে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ চলবে।

এ আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৮ জন। তাদের মধ্যে দলীয় প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের মোহম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, জাকের পার্টির কাজী মো. রাশিদুল হাসান, তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান, বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের মো. আকবর হোসেন।

আর স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মো. আশরাফুল আলম (হিরো আলম) এবং মো. তারিকুল ইসলাম।

Comments

The Daily Star  | English

US lowers Bangladesh tariff to 35% from 37%

Failure to secure a more favourable bilateral agreement by Aug 1 deadline would be a significant blow to the country's export-oriented economy

6h ago