চীনে কিন্ডারগার্টেন স্কুলে ছুরি হামলায় শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ নিহত ৬

ছুরি হামলার পর ঘটনাস্থলে বেষ্টনী দেয় পুলিশ। ছবি: রয়টার্স
ছুরি হামলার পর ঘটনাস্থলে বেষ্টনী দেয় পুলিশ। ছবি: রয়টার্স

চীনের দক্ষিণাঞ্চলের গুয়াংডং প্রদেশের এক কিন্ডারগার্টেন স্কুলে ছুরির আঘাতে ৬ জন নিহত ও ১ জন আহত হন।

আজ সোমবার বার্তাসংস্থা এএফপি গনগর প্রশাসনের এক মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মুখপাত্র জানান, 'নিহতদের মধ্যে ১ শিক্ষক, ২ অভিভাবক ও ৩ শিক্ষার্থী রয়েছে।'

লিয়ানজিয়াং শহরে এই হামলার ঘটনা ঘটে। নিহতদের পরিচয় বা বয়স, হামলায় ব্যবহৃত অস্ত্র সম্পর্কে বিস্তারিত তথ্য দেননি মুখপাত্র।

তিনি বলেন, 'এক সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।' তিনি আরও জানান, পুলিশী তদন্ত চলছে।

স্থানীয় পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম উ (২৫)।

চীনে বন্দুকের মালিকানা বেশ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। তবে সাম্প্রতিক সময়ে ছুরি ব্যবহার করে হামলার সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে গেছে।

সংশ্লিষ্টরা জানান, চীনে অর্থনীতির প্রবৃদ্ধির সঙ্গে ধনী-গরীবের ব্যবধান বেড়ে যাওয়াও সহিংস অপরাধের সংখ্যা বাড়ছে।

এ মুহূর্তে এই হামলার ঘটনাটি চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম ওয়েইবোর সবচেয়ে আলোচিত বিষয়। স্থানীয় সময় দুপুর ১২টা পর্যন্ত এটি ১৩০ মিলিয়ন ভিউ পেয়েছে।

 

Comments

The Daily Star  | English

8.8-Magnitude earthquake in Russia sparks Pacific tsunami warnings

Several people were injured, while much of Japan's eastern seaboard was ordered to evacuate.

1h ago